আমাদের টিভি চ্যানেলের ' অন্যান্য ' প্রীতি
লিখেছেন লিখেছেন বাংলার দামাল সন্তান ২০ ফেব্রুয়ারি, ২০১৪, ১২:৫৯:১০ দুপুর
শরীরের তুলনায় লেজটি বড় হয়ে পড়লে দেখতে যেমন উৎকট লাগে গতকাল বাংলা টিভিতে উপজেলা নির্বাচনে ফলাফল প্রচার দেখে তেমন লাগছিল।
চ্যানেল ঘুরিয়ে একে একে প্রায় সব গুলি দেখলাম। সবগুলি বাংলা চ্যানেলই প্রায় একই স্টাইল অনুসরন করছেন।
উপজেলা নির্বাচনের ফলাফল ঘোষণা করতে আওয়ামী লীগ ও বি এন পির প্রাপ্ত আসন সংখ্যা উল্লেখ করার পরই 'অন্যান্য ' শব্দটি চলে এসেছে। সংসদের বর্তমান বিরোধী দলটিও এই অন্যান্যের ঘরে ঢুকে পড়েছে! জামায়াতের প্রাপ্ত আসন সংখ্যা কিছুটা বেশী হওয়ায় এবং সংসদের বর্তমান গৃহপালিত বিরোধী দলটির আসন সংখ্যা সেই তুলনায় লজ্জাজনক ভাবে কম হওয়ায় অন্যান্য শব্দের আড়ালে এই লজ্জাটি ঢাকতে চাচ্ছে বলে মনে হচ্ছে। কিন্তু তাতে সেই লজ্জা কতটুকু ঢাকা পড়ছে তাও এক বিরাট প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। যদি একটি বা দুটি চ্যানেল এই কাজটি করতো তা হলে প্রশ্নটি আসতো না। প্রায় সবগুলি চ্যানেল একই কাজ করেছে ! এই অন্যান্য শব্দটি ব্যবহারের ফলে শরীরের চেয়ে লেজটি যে বেখাপপাভাবে বড় হয়ে পড়ছে, একটি চ্যানেলও তা খেয়াল করে নি ! এসব দেখে এক মোড়লের কাহিনী মনে পড়ে যায়। মোড়লকে সাথে নিয়ে গ্রামের কিছু মানুষ অনেক দূরে ভিন গ্রামে দাওয়াত খেতে যায়। গ্রামের চাষাভূষা মানুষগুলিকে ধমকিয়ে মোড়ল বলে, " সাবধান, এমন কিছু করবি না যাতে গ্রামের ইজ্জত নষ্ট হয়। সব সময় আমাকে অনুসরন করবি। " কাজেই মোড়ল যা করেন, সঙ্গী সাথী সবাই হুবহু তাই করে। মোড়ল দাঁড়ালে সবাই দাঁড়িয়ে পড়ে। বসলে সবাই বসে পড়ে। এক সময় মোড়ল দেখেন সবাই এমনভাবে বসেছে যে লুঙ্গির ফাঁক দিয়ে সবার গুপ্তস্থান দৃশ্যমান হয়ে পড়েছে। মোড়ল ধমক দিয়ে বলে, " হায়! হায়! একি সর্বনাশ! তোরা এসব করছোস কী? "
সবাই জবাব দেয়, " কেন মোড়ল সাব, আপনিও তো এমন করেই ফাঁক করে বসেছেন।" ইলেকট্রনিক মিডিয়াতে অত্যন্ত উৎকটভাবে এই 'অন্যান্য' শব্দটি ব্যবহার করায় অনুমিত হয় যে, কোন মোড়ল সকল চ্যানেলকে এমন ভােবই নির্দেশনা দিচ্ছে, শাসাচ্ছে ! এতে যদি তাদের লজ্জাস্থানও বের হয়ে পড়ে, তাতেও তারা ভ্রুক্ষেপ করে না কারন মোড়লের কথা মানতেই হবে। এই মোড়লকে অনুসরন করতেই হবে।
বিষয়: বিবিধ
১৫২৯ বার পঠিত, ২৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সত্যিই ফাঁক হয়ে গেছে।
দেখুন এই মিডিয়িা কে নিয়ন্ত্রণ করেন। এরা তো এমনই করবে।
টিভির মালিকানার না দিলে উপকৃত হবো।
3 ঘণ্টা আগে · পছন্দ
যদি লেখাটা তাহার হয়ে তাকে সুত্রটা উল্লেখ করে দিন । অনেক ধন্যবাদ
Minar Rashid
11 ঘণ্টা আগে
.
আমাদের টিভি চ্যানেলের ' অন্যান্য ' প্রীতি
শরীরের তুলনায় লেজটি বড় হয়ে পড়লে দেখতে যেমন উৎকট লাগে গতকাল বাংলা টিভিতে উপজেলা নির্বাচনে ফলাফল প্রচার দেখে তেমন লাগছিল।
চ্যানেল ঘুরিয়ে একে একে প্রায় সব গুিল দেখলাম। সবগুলি বাংলা চ্যানেলই প্রায় একই স্টাইল অনুসরন করছেন।
উপজেলা নির্বাচনের ফলাফল ঘোষণা করতে অাওয়ামী লীগ ও বি এন পির প্রাপ্ত আসন সংখ্যা উল্লেখ করার পরই 'অন্যান্য ' শব্দটি চলে এসেছে। সংসদের বর্তমান বিরোধী দলটিও এই অন্যান্যের ঘরে ঢুকে পড়েছে! জামায়াতের প্রাপ্ত আসন সংখ্যা কিছুটা
বেশী হওয়ায় এবং সংসদের বর্তমান গৃহপালিত বিরোধী দলটির আসন সংখ্যা সেই তুলনায় লজ্জাজনক ভাবে কম হওয়ায় অন্যান্য শব্দের আড়ালে এই লজ্জাটি ঢাকতে চাচ্ছে বলে মনে হচ্ছে।
কিন্তু তাতে সেই লজ্জা কতটুকু ঢাকা পড়ছে তাও এক বিরাট প্রশ্ন হয়ে দেখা দিয়েছে।
যদি একটি বা দুটি চ্যানেল এই কাজটি করতো তা হলে প্রশ্নটি আসতো না। প্রায় সবগুিল চ্যানেল একই কাজ করেছে ! এই অন্যান্য শব্দটি ব্যবহারের ফলে শরীরের চেয়ে লেজটি যে বেখাপপাভাবে বড় হয়ে পড়ছে, একটি চ্যানেলও তা খেয়াল করে নি !
এসব দেখে এক মোড়লের কাহিনী মনে পড়ে যায়। মোড়লকে সাথে নিয়ে গ্রামের কিছু মানুষ অনেক দূরে ভিন গ্রামে দাওয়াত খেতে যায়। গ্রামের চাষাভূষা মানুষগুলিকে ধমকিয়ে মোড়ল বলে, " সাবধান, এমন কিছু করবি না যাতে গ্রামের ইজ্জত নষ্ট হয়। সব সময় আমাকে অনুসরন করবি। "
কাজেই মোড়ল যা করেন, সঙ্গী সাথী সবাই হুবহু তাই করে। মোড়ল দাঁড়ালে সবাই দাঁড়িয়ে পড়ে। বসলে সবাই বসে পড়ে।
এক সময় মোড়ল দেখেন সবাই এমনভাবে বসেছে যে লুিঙ্গর ফাঁক দিয়ে সবার গুপ্তস্থান দৃশ্যমান হয়ে পড়েছে। মোড়ল ধমক দিয়ে বলে, " হায়! হায়! একি সর্বনাশ! তোরা এসব করছোস কী? "
সবাই জবাব দেয়, " কেন মোড়ল সাব, আপনিও তো এমন করেই ফাঁক করে বসেছেন।"
ইলেকট্রনিক মিডিয়াতে অত্যন্ত উৎকটভাবে এই 'অন্যান্য' শব্দটি ব্যবহার করায় অনুমিত হয় যে, কোন মোড়ল সকল চ্যানেলকে এমন ভােবই নির্দেশনা দিচ্ছে, শাসাচ্ছে !
এতে যদি তাদের লজ্জাস্থানও বের হয়ে পড়ে, তােতও তারা ভ্রুক্ষেপ করে না
কারন মোড়লের কথা মানতেই হবে।
এই মোড়লকে অনুসরন করতেই হবে।
56অপছন্দ · · ভাগ করুন.
আপনি, মীর মোহাম্মদ এবং অন্য 221 জন এটি পছন্দ করেছেন।
.
Muhammed Motaher Hossain Hae hae dosto kosh ke ...........................
11 ঘণ্টা আগে · পছন্দ
..
Saide Mahid স্যালুট আপনাকে এই জিনিসটা খেয়াল করার জন্যে
লিংক https://www.facebook.com/minar.rashid?fref=ts
মন্তব্য করতে লগইন করুন