১৪ ই ফেব্রুয়ারী কি আসলেই ভ্যালেন্টাইন ডে? নাকি এটা ক্লডিয়াস ডে??

লিখেছেন লিখেছেন বাংলার দামাল সন্তান ১৩ ফেব্রুয়ারি, ২০১৪, ১০:২২:৪৯ রাত





বুঝতে পারছেন না তো?আসুন একটু ইতিহাস থেকে ঘুরে আসি…

দ্বিতীয় ক্লডিয়াস তখন রোমের সম্রাট। তার সময়কালে রোম ক্রমশ শিক্ষা,সংস্কৃতি,অর্থনীতি সহ প্রায় সব ক্ষেত্রেই পিছিয়ে পড়ছিল।উপরন্তু,সম্রাট ক্লডিয়াস দেখলো তার প্রতিরক্ষা বাহিনীর বিবাহিত সেনারা তাদের পরিবারের স্ত্রী,সন্তানের প্রতি খুবই দূর্বল। তাই সে তার প্রতিরক্ষা বাহিনীর পরিবারের প্রতি এই দূর্বলতা দেখে একটা আইন তৈরী করে বিবাহ বন্ধ করে দেয়।তবে বিবাহ বন্ধ করে দিলেও দৈহিক চাহিদার দিক মাথায় রেখে এক নতুন সিস্টেম চালু করে।সেটা হলো,লটারী সিস্টেম।এই লটারীর মাধ্যমে একজন তরুণ প্রতি বছর নতুন নতুন তরুণীর সাথে বিবাহ ছাড়াই যৌন মিলন করতে পারত। সে সময় একজন খ্রিষ্টান ধর্মজাজক ছিল যার নাম সেইন্ট ভ্যালেন্টাইন।সে ক্লডিয়াসের এই বিবাহ বিরোধী আইন মেনে নিতে পারেনি।তাই সে গোপনে তরুণ-তরুণীদের বিবাহের ব্যাবস্থা করে দিতে লাগলো।এক পর্যায়ে ভ্যালেন্টাইনের এই গোপনে বিবাহ দেওয়ার কথা সম্রাটের কানে গেল। সম্রাট ক্লডিয়াস ভ্যালেন্টাইনকে আটক করল।এবং তার আইন অমান্য করে গোপনে বিবাহ দেওয়ার অপরাধে ভ্যালেন্টাইনকে মৃত্যুদন্ডের শাস্তি দিল এবং তা কার্যকর করল।

ভাল করে দেখুন।ক্লডিয়াস ভ্যালেন্টাইনকে মেরেছিল গোপনে বিবাহ দেওয়ার অপরাধে।অন্যদিকে ক্লডিয়াস নিজে চেয়েছিল বিবাহ ছাড়াই প্রতি বছর তরুণেরা নতুন নতুন তরুণীর সাথে সম্পর্ক করুক।

বর্তমানে আমরা ভ্যালেন্টাইন ডে তে যা দেখতে পাই সেটাই চেয়েছিল ক্লডিয়াস,মানে বিবাহ ছাড়াই সব কিছু এবং প্রতি বছর নতুন নতুন সঙ্গী।

তাই ১৪ ই ফেব্রুয়ারী অবশ্যই "ক্লডিয়াস ডে",এটাকে "ভ্যালেন্টাইন ডে" বলতে চাইলে বিবাহ করে বলুন।

আর মুসলিম ভাইয়েরা,১৪ ই ফেব্রুয়ারী ক্লডিয়াস বা ভ্যালেন্টাইন ডে যেটাই হোক পরিত্যাগ করুন।কারণ ইসলামে এগুলোর কোন স্থান নেই।

বিষয়: বিবিধ

১৭০৫ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

176784
১৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:৩৪
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : বেহায়াপনা ডে
176807
১৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:৫৬
বড়মামা লিখেছেন : যারা যুবতী মেয়েদেরকে সাজিয়ে সাথে ফুল দিয়ে ঘরের বাহিরে যেতে দেয় তাদেরও একটু চিন্তা করা উছিত। আপনাকে অনেক ধন্যবাদ ।
176822
১৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০২:২৬
নাবীল লিখেছেন : বিশ্ব বেহায়া পনা দিবস।আমার ফ্যামেলি ইনশা আল্লাহ আশা রাখি এই বেহায়পনা থেকে বিরত রয়েছে।।
আমরা সবাই যাতে এই বেয়াপনা থেকে বাচার চেস্টা করি।
176835
১৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৩:১১
মারজান বিন ছনা লিখেছেন : আর মুসলিম ভাইয়েরা,১৪ ই ফেব্রুয়ারী ক্লডিয়াস বা ভ্যালেন্টাইন ডে যেটাই হোক পরিত্যাগ করুন।কারণ ইসলামে এগুলোর কোন স্থান নেই

অনেক ধন্যবাদ Good Luck
176847
১৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৪:২৮
আইমান হামিদ লিখেছেন : আদি গজবে নেমে আসতে আর বেশি দেরি নাই
176879
১৪ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৮:৩৪
এনামুল মামুন১৩০৫ লিখেছেন : আজকে আন্তরজাতিক মাগি উন্নয়ন দিবস-
১৪ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৩২
130157
ইমরান ভাই লিখেছেন : এনামুল, ভাষার মাধুয্য রক্ষা কর। এখানে সবাই তোমার উপর একটা ধারনা করবে তোমার লেখা দেখে।
১৫ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৬:৪৭
130311
এনামুল মামুন১৩০৫ লিখেছেন : সরি ভাই, মেজাজ খারাপ হয়ে গেলো তাই আবাল-তাবাল বকলাম-
মাফ করবেন, কান দঃরলাম আর এমন হবেনা-
চুক চুক
178260
১৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:৫৯
অজানা পথিক লিখেছেন : thanks

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File