ধন্যবাদ টুডে ব্লগের মডুদের (ব্লগে আমার ২০০তম পোস্ট) সবাইকে আমার ব্লগ বাড়িতে স্বাগতম
লিখেছেন লিখেছেন বাংলার দামাল সন্তান ১১ ফেব্রুয়ারি, ২০১৪, ০৮:০৫:২৭ রাত
সর্ব প্রথ্ম মহান আল্লাহর কাছে শুকরিয়া জানাই আমাকে তিনি তার অশেষ কৃপায় আপনাদের মাঝে কিছু লিখা উপহার দেওয়ার জন্য তওফিক দিয়েছেন।
তার পর আমার ব্লগবাড়ির সবাই কে জানাই সালাম ও শুভেচ্ছা।
ধন্যবাদ জানাই বিডি টুডে মডুদের যারা শত বাধা অতিক্রম করে এগিয়ে চলছে অবিরাম। এবং যে সকল ব্লগারদের অনুপ্রেরণায় আমার ব্লগ জগতে আসা সেই সকল সম্মানীত ব্লগারদের,
আমি যেসব ব্লগারদের লেখা দেখে ব্লগ জগতে প্রবেশ করি এবং আজ পর্যন্ত বিডি ব্লগের সাথে আছি, সম্মানীত ব্লগার চাটিগাঁ থেকে বাহার, এম.এম.ওবায়দুর রহমান, আবুজারীর, ডিজিটাল প্রেসিডেন্ট, চেয়ারম্যান, নেহায়েত, ইকু ইকবাল, মাইনেম ইজ খান, নেহায়েৎ, শারমিন হক, Deshe, আবদুল্লাহ রাসেল, নীলসালু, গোলাম মাওলা, ফাতিমা মারিয়াম, কাবজাব, সাগর কন্যা, আইমান হামিদ, বাকঝাল ,কাঁচের বালি, নতুন মস, সালাম আজাদী,সত্য সবার উপর ইমরান ভাই, রাফসান, সাফওয়ান, সত্য নির্বাক কেন, সিকদার মোহাম্মদ রায়হানমোসি, বাকপ্রবাস, আস্লাম ,প্রবাসী আব্দুল্লাহ শাহীন, হানিফ খান,আইল্যান্ড স্কাই, তিতুমীর সাফকাত, egypt12, রক্তলাল,নীলীমা, অজানা পথিক, মহি১১মাসুম, মুমতাহিনা তাজরি, সবুজ মিনার,কথার_খই, ড: মনজুর, আশরাফ হাসান, আবরণ, নয়ন খান,
মু. মিজানুর রহমান মিজান (এম. আর. এম.), দ্য স্লেভ সিটিজি৪বিডি, নাজনীন আক্তার বিথী, আহমদ মুসা, মোহাম্মদ নজরুল ইসলাম, গোলাম মাওলা,ওমার আল ফারুক , অজানা পথিক, ভিশু, Mujahid Billah,ডাঃ হাবিবুর রহমান প্রিন্সিপাল, আলমগীর মুহাম্মদ সিরাজ, প্যারিস থেকে আমি, ফাতিমা মারিয়াম।
কথা বলা শেষ এবার আসুন আমার ব্লগ বাড়িতে, সবাইকে প্রথমে জানাই রজনী গন্ধার ফুলেল শুভেচ্ছা-
এবার আসুন দেশীয় শরবত খেয়ে নিই-
একটু মিষ্টি খেয়ে নিই।
দেশীয় পিঠা-
চকোলেট-
সন্দেশ-
দেশীয় ফল-
চা-কফি-
সবশেষে পান-সুপারী-
ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।
বিষয়: বিবিধ
৩০৫০ বার পঠিত, ৩৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমি শুধুই এক কাপ চা নিলাম ,ধন্যবাদ।
আল্লাহ আপনার লেখার হাত আরো ভালো করে দিক।
আমিন
বরকত ও কল্যানের দাবী এবং অকল্যান থেকে সুরক্ষিত থাকার আকুতি জানানোর যত দোয়া হতে- পারে সবই আপনার জন্য মহান রবের দরবারে পেশ করলাম....
ইবনে আহমাদ লিখেছেন : সাতক্ষীরার ভাইরা তাদের পরীক্ষায় উর্ত্তিন হয়েছে। আমরা কোথায়?
অভিনন্দন ভাই
মন্তব্য করতে লগইন করুন