শেষ পর্যন্ত এই নির্মমতাও দেখতে হবে কোনদিন ভাবিনি!
লিখেছেন লিখেছেন বাংলার দামাল সন্তান ১০ ফেব্রুয়ারি, ২০১৪, ০৮:১৮:১৬ রাত
পরিক্ষার হল
থেকে পরিক্ষার্থী গ্রেফতার!!
শেষ পর্যন্ত এই নির্মমতাও
দেখতে হবে কোনদিন ভাবিনি!
সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানার
জামায়াতের আমীরের ছেলেকে গতকাল
পরিক্ষার হল থেকে গ্রেফতার
করেছে পুলিশ। তার একটাই অপরাধ
তার বাবা ইসলামী আন্দোলন করে।
গতকাল দাখিল পরিক্ষা দিয়ে বের
হওয়ার সময় তাকেসহ
তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
থানায় নিয়ে এমন নির্যাতন
চালিয়েছে যে তাদের আর হাত
দিয়ে কলম ধরার মত অবস্থা নেই।
বলেছিল চালান করবে না,
মেরে ফেলবে। অবশেষে ৫০ হাজার
টাকার বিনিময়ে চালান
করতে রাজি হয়। কিন্তু
বেসরকারি গাড়িতে করে নিয়ে যায়
যার ভাড়া আসামিপক্ষকে বহন
করতে হয়েছে এবং যে পুলিশরা গার্ড
হিসাবে গিয়েছিল
তাদেরকে দুপুরে খাওয়াতে হয়েছে।
জানিনা আমাদের আর কি দেখতে হবে?
আর কত সহ্য করতে হবে? কিন্তু
আমরা একটা কথাই
বুঝিঃ আমরা ছিলাম, আছি, আমরা থাকব
ইনশাল্লাহ।
আমরা সাতক্ষীরাবাসী। প্রাকৃতিক
বিভিন্ন দুর্যোগ
মোকাবেলা করা আমাদের নিত্য দিনের
সংগ্রাম। সেই সংগ্রামের
সাথে আমরা আরও একটি নতুন
সংগ্রামকে যুক্ত করেছি মাত্র।
ইসলামী আন্দোলন করে মৃত্যুবরণ করা।
বিষয়: বিবিধ
১৪৪০ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন