আসাদুজ্জামান নূরের শান্ত,নিষ্পাপ চেহারার মাঝে কত বড পশুত্ব লুকিয়ে আছে তা আজ প্রমানিত।
লিখেছেন লিখেছেন বাংলার দামাল সন্তান ২০ জানুয়ারি, ২০১৪, ১০:০০:৩৩ রাত
আসাদুজ্জামান নূরের শান্ত,নিষ্পাপ চেহারার মাঝে কত বড পশুত্ব লুকিয়ে আছে তা আজ প্রমানিত। পশুত্ব আছে বলেই
আওয়ামী লীগ তাকে মন্ত্রী বানিয়েছে। নীলফামারীতে তার
গাডী বহরে হামলার জবাবে তিনি একে একে পুলিশকে দিয়ে বিরোধ ক্লোজ করে দিচ্ছেন। সেদিন ১ নং আসামীর পর আজ ৩
নং আসামীকে ক্রসফায়ার দিয়ে শেষ করা হল! গতকাল রাতে আমরা প্রচার করছিলাম মেহেরপুরে জামাতের সেক্রেটারীকে গ্রেফতার করা হয়েছে,ক্রসফায়ারে দিতে পারে। ঠিক ২ঘন্টা পর মধ্যরাতে খবর পেলাম সেই সেক্রেটারীকে ক্রসফায়ার দিয়ে হত্যা করা হয়েছে! কিসের মানবতা! কিসের আইনের শাসন!কিসের ন্যায় বিচার! নির্বাচনের পর থেকে অর্ধশত মানুষকে হত্যা করা হয়েছে এই ক্রসফায়ারের নাটক বানিয়ে। বুঝা যাচ্ছে,ভারত থেকে গ্রীন সিগন্যাল পেয়েই রাষ্ট্রীয় হত্যাজজ্ঞের সবে শুরু হল,,ঠিক ৭১ এর পর শেখ মুজিব যেভাবে করেছিলেন জাসদের উপর। এবার মুজিবকন্যা হাসিনা আরও
হিংস্রভাবে,নির্দয়ভাবে শুরু করলো। আপাতত বাংলাদেশ ভারতে অঙ্গরাজ্য,স্বীকার করেন,হাসিনা মূখ্যমন্ত্রী,এটাও স্বীকার করেন। কেন্দ্রীয় কংগ্রেস সরকারের অনুমতিতে এই বঙ্গরাজ্যে এখন বিরোধী নিধন চলবে। এক বাঙ্গালী আরেক বাঙ্গালীর গায়ে কোপ বসাবে,ক্রসফায়ারে দিবে, মৃত্যুতে উল্লাস করবে,উইকেট গেছে বলে উৎফুল্ল হবে, রুয়ান্ডাতে টুটসী আর
হুটুদের মধ্যে গৃহযুদ্ধ হয়েছিল,তারা না হয় ভিন্ন জাতি বলে ১০ লক্ষ প্রাণ ঝরেছিল, কিন্তু আমরা তো অভিন্ন জাতি! তবে কি আমরা গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে? এখানেও কি তবে লক্ষ লক্ষ প্রাণ
ঝরবে? ঝরুক তবে ,টুটসী আর হুটুরা যদি মারামারী করে ১০ লক্ষ প্রাণ ঝরাতে পারে তবে আমরা কেন পারব না?
আমরা বাঙ্গালীরা কম কিসে!
বিষয়: বিবিধ
২৪০৮ বার পঠিত, ২৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তারা বাকশালের আসল রূপ বের করতে শুরু করেছে, তাতে আপনার কি?
আমরা বাঙ্গালীরা কম কিসে!
কম হয়তো নেই। কিন্তু পার্থক্য আছে। ওখানে পশু আর পশু পশুত্বের শক্তি নিশ্চিত করতে ফাইট করেছিল। আর এখানে পাগলা কুকুর সাধারন মানুষকে কামড়াচ্ছে। সো বাংলাদেশীরা হয় পাগলা কুকুর নিধন করতে উঠে পড়ে লাগবে, না হয় নিজে মরবে।
প্রমান করেছে
মন্তব্য করতে লগইন করুন