গণজাগরণ মঞ্চের নেতাকে গাঁজাসহ গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
লিখেছেন লিখেছেন বাংলার দামাল সন্তান ০৮ জানুয়ারি, ২০১৪, ০১:২১:৪৫ দুপুর


মঙ্গলবার রাত ৮টায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় এ ঘটনা ঘটে। এক’শ গ্রাম গাঁজাসহ আটকের পর হাসান ইমাম রাসেল নামে ওই নেতাকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজেদুর রহমান সাজিদ জানান, উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নুরুজ্জামানের নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযানে 8অভিযুক্ত হাসান ইমাম রাসেলের মালিকানাধীন বসুরহাট বাজারের ভাই ভাই ভবন থেকে এক’শ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়।
পরে তাৎক্ষনিক ভ্রাম্যমান আদালত গঠন করে মাদক দ্রব্য বিক্রির অপরাধে তাকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। হাসান ইমাম রাসেলকে থানা হেফাজতে নেয়া হয়েছে বলেও উল্লেখ করেন ওসি।
এদিকে, আটককৃত হাসান ইমাম রাসেল নিজেকে নোয়াখালী ওয়েব নামে একটি পত্রিকার প্রতিনিধি বলে দাবি করেছেন।
এছাড়া তিনি কোম্পানীগঞ্জের গণজাগরণ মঞ্চের প্রতিষ্ঠাতা ও গণজাগরণ মঞ্চে ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার বাদি।
তথ্যসূত্র : songbad24.bd
বিষয়: বিবিধ
২০০৭ বার পঠিত, ৬ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
আর বিষয়টা ব্লগে আনার জন্য আপনাকে আন্তরিক মুবারক রইল ।
ধরা খেয়ে জেলে
মন্তব্য করতে লগইন করুন