ছাত্র শিবিরের ভাইরা গ্রেপ্তার থেকে বাচতে চান ?
লিখেছেন লিখেছেন বাংলার দামাল সন্তান ০৭ ডিসেম্বর, ২০১৩, ১২:১৩:৩৯ দুপুর
১. নতুন প্যান্ট কাচি দিয়ে কেটে তারপর পরুন ।
২. হাতে কিছু প্লাস্টিকের বালা পরুন ।
৩. গলায় মালা জাতিও কিছু পরুন ।
৪. পাঁচ আঙ্গুলে আংটি পরুন ।
৫. স্পাইক করে চুল কাটুন ।
৬. আন্ডার প্যান্ট দেখা যায় এমন করে মাজার নিচে প্যান্ট পরুন ।
৭. মাটি তে আছরে প্যান্ট ছিরে যায় এমন করে প্যান্ট পরুন ।
৮. পারলে দাড়ি টা স্টাইল করে কাটুন ।
৯. রাস্তায় যাকে তাকে দেখা মাত্র সালাম দেয়া বন্ধ করুন।
১০. রাস্তায় মেয়েদের ব্যাক সাউন্ড দিন ।
১১. পকেটে ম্যাছ,সিগারেট রাখুন ।
১২. পারলে পুরো প্যান্ট পকেটে ভর্তি করে ফেলুন, মানে ১৫/২০ পকেট ওয়ালা প্যান্ট পরুন ।
১৩. রাস্তা দিয়ে হাটার সময় গান ধরুন- যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই।
১৫. সবসময় রাজাকারের বিরুদ্ধে কথা বলুন।
১৬. স্টাইল করা পাঞ্জাবী পরিধান করুন মানে যে পাঞ্জাবী পরলে গলা থেকে নাভী পর্যন্ত দেখা যায়।
১৭. একটা পালছার হোন্ডার পেছনে একটি ডিজিটাল মেয়ে রাখুন।
১৮. নৌকা ও হাসিনার ছবি সম্বলিত পকেটসাইজ ক্যালেন্ডার, কার্ড পাওয়া যায়, সংগ্রহ করে মানিব্যাগে রাখুন।
একজন পুলিশ কোন দিন এই ধরনের ছেলেদের গ্রেপ্তার করবে না আমি ১০০% সিউর কারন তারা জানে এই কাজ গুলো শিবিরের ছেলেরা করতে পারে না । এগুলো সব আমার নিজ চোখে থেকে দেখা, আপনার কিছু শেয়ার করার থাকলে করতে
পারেন কমেন্ট বক্সে ।
বিষয়: বিবিধ
১৫৫৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন