▓▒░ রাজাকার এর মুখোশ উন্মোচন ░▒▓
লিখেছেন লিখেছেন বাংলার দামাল সন্তান ২৩ নভেম্বর, ২০১৩, ১০:৫৬:১৪ সকাল
◙ যুবক - আসসালামুয়ালাইকুম, আসতে পারি স্যার?
◙ মন্ত্রী - ওয়ালাইকুম আসসাওলাম, জি আসুন। বসুন।
◙ যুবকঃ কেমন আছেন স্যার?
◙ মন্ত্রীঃ আলহামদুলিল্লাহ, ভালো। বলুন।
◙ যুবকঃ স্যার, আমি আপনার দলের একজন ত্যাগী কর্মী। আপনাদের আইডোলজিতে পরিচালিতো ছাত্র সংগঠনের
একটি থানা সভাপতি ছিলাম।
◙ মন্ত্রীঃ আলহামদুলিল্লাহ, আপনার জন্য কি করতে পারি?
◙ যুবকঃ স্যার, আমি মন্ত্রনালয়ে একটি ইন্টারভিউ দিয়েছি।
Written পরীক্ষা খুব ভালো হয়েছে। আমাদের ১০ জনকে ভাইভার জন্য নির্বাচন করা হয়েছে। এখন আপনি যদি একটু হেল্প করতেন.[মন্ত্রী কিছুক্ষন ছুপ থেকে ...]
◙ মন্ত্রীঃ আচ্ছা আমি একটি সাইন দিলে বা শুপারিশ করলে হয়তো তোমার চাকরি হবে। কিন্তু তুমি কি আমাকে গ্যারান্টি দিতে পারবে যে, সেই ১০ জনের মধ্যে তুমি ই সবার চাইতে বেশি যোগ্য?
◙ যুবকঃ জি না স্যার।
◙ মন্ত্রীঃ তাহলে যে বেশি যোগ্য, সে যদি কেয়ামতে তোমার / আমার বিপক্ষে আল্লাহর দরবারে নালিশ করে তবে তুমি/ আমি কি উত্তর দেবো? আর এই সুপারিশে তুমি যত টাকা আয় করবে, সেই টাকা কি তোমার জন্য হালাল হবে?এখন
আমি কি সিগনেসার দিতে পারি?
◙ যুবকঃ ...... না স্যার, [কিছুক্ষন চুপ থেকে...]
◙ মন্ত্রীঃ আমি তোমার জন্য দোয়া করি। তুমি ভাইভায় ভালো কর।
জানেন? এই মন্ত্রী কে?
এই মন্ত্রী হল সেই রাজাকার (?) মন্ত্রি , স্বাধীনতার ৪২ বছর ইতিহাসে যেই দু'জন মন্ত্রি বলেছিলেন......"আমার মন্ত্রনালয়ে ২ পয়সার দূর্নীতি পেলে আজীবন রাজনীতি করবো না।
"এই মন্ত্রী, সেই দুজনের একজন মাওলানা মতিউর রহমান নিজামী।"
বিষয়: বিবিধ
১৩৪৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন