"শিবিরের মুখোশ খুলে দিন, সবাই কে এদের গোপন কাজ জানিয়ে দিন"

লিখেছেন লিখেছেন বাংলার দামাল সন্তান ১৮ নভেম্বর, ২০১৩, ১০:৩২:১৭ সকাল

আপনি হয়তো জানেননা শিবির কতো খারাপ কাজ করে! কি অবাক হচ্চেন তাইনা? তাহলে শুনুন এদের "বিবরণ"।

এদের কাছে একটা গোপন কাগজ আছে। যেই কাগজ আজ ও কোনো আইন প্রয়োগকারী বাহিনী উদ্ধার করতে পারেনি! সেই খুনের নীল নকশাটি তারা প্রত্যেকে গোপনে ঘুমানোর আগে বের করে।আপনি জেনে অবাক হবেন সেই কাগজে তারা দৈনিন্দন গুপ্ত হত্যার বিবরন কিভাবে ম্যানেজ করে !

দেখুন সেই ভয়াবহ কিছু তত্ত্ব!

*কাগজটির কলামে লিখা আছে আজ পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেছেন তো? আজ কয় ওয়াক্ত নামাজ কাজা হল? নামাজ কাজা হওয়ার কারণ কি? কতো ওয়াক্ত নামাজ জামাতে আদায় করেছেন?

*কতো পারা কোরআন তেলাওয়াত করেছেন?

*কতো টা হাদিস পড়েছেন?

*ইসলামী সাহিত্য পড়েছেন কতো পৃষ্ঠা?

*পাঠ্য বই পড়েছেন কতো ঘন্টা?

*আজ কতসময় ভালো কাজ করেছেন, মানুষ কে আজ আল্লাহর পথে ডেকেছেন তো?

*সব শেষের কলামে আছে এখন আপনি আল্লাহর সামনে জবাব দিন আজ আপনি কতটুকু ফরজ , সুন্নত,ওয়াজিব,মুস্তাহাব কাজ করেছেন? আপনি এই কলামে যাহা লিখবেন সেইটা সত্যি না মিথ্যা ?

আপনার বিচার আপনি করুণ!

এই ভাবে নীল নকশার ম্যাধ্যমে তারা মানুষ হত্যা করে। বুয়েট,ঢাবিতে সেরা ছাত্র হয়!

হে প্রান প্রিয় বন্ধুরা!

এবার আপনি ই বলুন, এই তথ্য জানার পর আপনি কি আপনার ছেলে,ভাই বা অন্য কাউকে শিবিরের সমর্থন অথবা কোন শিবির ছেলের বন্ধু হতে দিবেন? আমি কিন্তু দিমুনা। আপনাদের নিষেধ করে আমি কেমনে দেই?

তবে শিবির আর কিছু দিতে না পারলেও বাবা-মার জন্য চক্ষু শীতলকারী সন্তান উপহার দিতে পারে।

বিষয়: বিবিধ

১২৫১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File