দেখেছি মায়ের কান্না ==আবু সালেহ মো: ইয়াহইয়া==

লিখেছেন লিখেছেন বাংলার দামাল সন্তান ২৭ অক্টোবর, ২০১৩, ০৯:৩৯:৩০ সকাল



আমি দেখেছি কত মায়ের কান্না, বাবার আহাজারি

ব্যথিত হৃদয়ে মলিন বদনে আকাশ হয়েছে ভারী।

আমি দেখেছি কত মায়ের বুক যে হয়েছে ফাঁকা ।

সজল নয়নে আকাশ পানে নির্বাক চেয়ে থাকা।

আমি দেখেছি বোনের কপোল ভিজে ঝরছে অশ্রুধারা ।

ব্যাকুল হয়ে ভাইয়ের খোঁজে ফিরছে সর্বহারা।

আমি দেখেছি কত বাগানের ফুল অকাল ঝরে পড়া ।

বিকশিত হয়ে সুরভি ছড়ানো হলো না আর সারা।

আমি দেখেছি কত পাখির ছানার ভেঙেছে ডানা ।

পাখা মেলে তাই বিশ্বটাকে হলো না তার জানা ।

আমি দেখেছি ওই যে শত তরুণের নিলাভ চেহারা ।

লোহার শিকলে পড়েছে বাঁধা যে অযুত স্বপ্নেরা ।

আমি দেখেছি কত ভাই আমার হয়েছে চোখ হারা ।

হাত-পা হারিয়ে চলছে তবু গৌরবে বুক ভরা।

আমি শুনেছি কত মজলুমানের আকুল ফরিয়াদ ।

শোষণে পীড়নে বিষাদে তার করুণ আর্তনাদ।

আমি শুনেছি বাতাসের বুকে ব্যথার গুঞ্জরণ ।

সত্যের আলো নিভিয়ে দিতে মিথ্যার আস্ফালন।

আমি জেনেছি কভু বিফলে যাবে না এই আয়োজন ।

নীরবে নীশিতে প্রভুর চরণে অশ্রু বিসর্জন ।

আমি জেনেছি লাখো তরুণ আবার করছে নতুন পণ ।

বিজয় কেতন উড়াবার তরে লড়বে আজীবন।

বিষয়: বিবিধ

১৭৫৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File