আপনি কি মনে করেন আশরাফুল অপরাধী....?
লিখেছেন লিখেছেন বাংলার দামাল সন্তান ০৫ জুন, ২০১৩, ০৯:০৭:৫৩ রাত
আপনি কি মনে করেন আশরাফুল অপরাধী....?
আশরাফুল কোন অপরাধ করেননি ।
তিনি কেবল তার দল ঢাকা গ্লাডিয়েটরর্স এর মালিকের আদেশ রক্ষা করেছেন ।
আর, কেনোইবা তা করবেন না...?
যেখানে ২ বছর ধরে তাকে জাতীয় দলে নেয়া হয়না, সেখানে ঢাকা গ্লাডিয়েটরর্স এর মালিক তাকে বড় অঙ্কের পারিশ্রমিক দিয়ে কিনে নিয়েছেন ।
আশরাফুলের একমাত্র অবলম্বন ছিল বিপিএল, আর তাই তিনি নিজের অস্তিত্ব রক্ষার স্বার্থে মালিকের আদেশ রক্ষা করেছেন ।
তাহলে আশরাফুল কেন নিষিদ্ধ হবেন?
যদি কাউকে শাস্তি দিতে হয় তবে শাস্তি দিন ঢাকা গ্লাডিয়েটরর্স এর মালিককে, যিনি এই অন্যায় কাজের আদেশ দিয়েছেন ।
আশরাফুল কোন অপরাধ করেননি, তিনি কেবল জীবিকা বাঁচানোর স্বার্থে একটি ভুল কাজ করেছেন....।।
এমন হাজারো ভুল সরকারের মন্ত্রী-এমপি-আমলারা ঘন্টায় ঘন্টায় করে থাকেন...।।।
যেখানে হাজার কোটি টাকার কেলেঙ্কারী করে চোর-বাটপাররা পাড় পেয়ে যায়, সেখানে আশরাফুলের মতো প্রতিভাবান জনপ্রিয় ক্রিকেটারকে সামান্য ভূলের কারনে শাস্তি দেয়া চলবে না....।।।
আমরা মানিনা, মানব না....।।।
আমাদের আর কোন দাবি নাই,
আমরা আশরাফুলের নিঃশর্ত মুক্তি চাই,
ক্রিকেটের মাঠে ব্যাট-বল হাতে আবারো তাকে দেখতে চাই....।।
একজন আশরাফুল কয়েক লাথ টাকার লোভে পড়ে অথবা বাধ্য হয়ে নির্দ্দিষ্ট কয়েকটি ম্যাচে ইচ্ছে করে খারাপ খেললে আমরা তাকে ম্যাচ ফিক্সিং কিংবা স্পট ফিক্সিং বলি। তার জন্য লজ্জায় আমাদের মাথা হেঁট হয়ে যায়। তার কঠিন শাস্তি দাবি করি।
আর শুধু মাত্র এক প্যাকেট সিগারেট আর এক কাপ চা এর লোভে আমরা রাতারাতি সৎপ্রার্থী বাদ দিয়ে চাঁদাবাজ, সন্ত্রাসী, চোর, ডাকাত, ঋণখেলাপীদের মত দালাল অসৎ লোকদেরকে পাঁচবছরের জন্য ভোট দিয়ে নির্বাচিত করতে আমাদের লজ্জায় মাথা হেঁট হয়না। নির্বাচনের পর বাঁকী পাঁচবছরই ওই অসৎ লোকদের ক্ষমতার আগুনে আমরা জ্বলে পুড়ে মরি অথচ মেয়াদ শেষে আমরা আবারো ওই কয়েকটি টাকা মূল্যের চা-সিগারেটের বিনিময়ে ভোট ফিক্সিং করি।
স্পট ফিক্সার হিশেবে শুধু আশরাফুল নয়, ইলেকশান ফিক্সার হিশেবে আমাদের সকলেরই আজীবন কঠিন শাস্তি হওয়া উচিৎ।
বিষয়: বিবিধ
১৮৯৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন