এবার আসছে ফেসবুক ফিল্টারিং ।
লিখেছেন লিখেছেন বাংলার দামাল সন্তান ১৯ মে, ২০১৩, ০৮:৫০:২৬ রাত
এবার আসছে ফেসবুক ফিল্টারিং ।
চ্যানেল ওয়ান, সিএসবি নিউজ, শীর্ষনিউজ, দিগন্ত
টিভি, ইসলামিক টিভি, যমুনা টিভি, আমার দেশ,
সোনারবাংলাদেশ ব্লগ, আমারবর্ণমালা ব্লগ, ইউটিউব
সব বন্ধ ।
ইন্টারনেটের আপলোড স্পিড কমানো হয়েছে । (যদিও
সিদ্ধান্ত স্থগিতের কথা বলা হচ্ছে, কিন্তু
বাস্তবে কী হবে তা নিয়ে আমি সন্দিহান )
বাকি ছিল ফেসবুক । এবার আসছে ফেসবুক ফিল্টারিং ।
‘সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোয় যাতে আপত্তিকর
কোনো বিষয় দেখা না যায় তা নিশ্চিতে বিশেষ
প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে সরকার।
রোববার তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ
সম্মেলনে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এ কথা জানান।
মন্ত্রী জানান, এ প্রযুক্তি চালুর পর ফেসবুকের
আপত্তিকর বিষয় বাদ দেয়া সহজ হবে। ফলে এ ধরনের
সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করার প্রয়োজন
হবে না। তিনি জানান, আগামী দুই মাসের
মধ্যে আপত্তিকর বিষয়গুলো আটকানোর প্রযুক্তিগত কাজ
শুরু হবে’ । (নিউজইভেন্ট২৪)
দুইমাস পরে হয়তো ইসলামের পক্ষে এবং সরকারের
বিপক্ষে কোন কিছু ফেসবুকেও লিখতে পারবেন না ।
ফিল্টারিং করে স্ট্যাটাস, নোট, ছবি, ভিডিও
সরিয়ে দেয়া হবে ।
তখন ফেসবুকের নতুন নাম দেয়া হবে ‘খাসীবুক’ ।
হ্যাকার ভাইরা রেডি হন, কোন বিকল্প নাই ।
আমাদের কোন লেখা না থাকলে ওদেরও কোন লেখা যেন
থাকতে না পারে ।
আর আপাতত, কেউ যদি বাকস্বাধীনতার কথা মুখে আনে,
আগে একটা লাত্থি দিবেন । তারপর যা হবার হবে ।
বিষয়: বিবিধ
১৯৭১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন