গণহত্যা থেকে জীবিত ফিরে আসা একজন হেফাজত কর্মীর জবানবন্দী !!!
লিখেছেন লিখেছেন বাংলার দামাল সন্তান ০৯ মে, ২০১৩, ১১:৩০:৫০ সকাল
গুলির শব্দে চমকে উঠে জেগে উঠলাম। দেখলাম সার্চ লাইটের বিক্ষিপ্ত
আলো ভেদ করে কয়েকজন ছাত্রলীগ কর্মীর মুখ। দিনের
বেলা যারা আমাদেরকে মতিঝিল আসতে বাধা দিয়েছিলো! আশ্চর্য!
ওদের গায়ে পুলিশের পোশাক! বুঝতে অসুবিধা হলোনা, ছাত্রলীগের
কুকুরগুলো আইনের পোশাক পরে বেআইনি কাজে নেমেছে!
চারদিকে লাশের স্তুপ। তার মানে এখানে তান্ডব চালিয়ে গেছে ওরা! অথচ আমার ঘুম ভাঙ্গলো এই মাত্র! আমার ঘুম কি এতটাই ভারি!
ওরা কি আমাকে মৃত ভেবে গুলি করে নি?
আমার দিকে আলো আসতে দেখে মরারভান করে শুয়ে পড়লাম! আড়
চোখে দেখলাম ওরা গাড়িতে লাশ তুলছে! আমাকে লাশ
ভেবে গাড়িতে তুলতে আসবে নাকি? তাহলে তো বিপদ!
কয়েকজনের গোঙানির শব্দ শুনছিলাম। গুলি করে তাদের গোঙানি চিরতরে নিস্তব্ধ করে দেয়া হলো! এই পাশবিক
কাজটা করতে ওদের একটুও হাত কাঁপলো না!
আমার কাছে পৌঁছার আগেই লাশে লাশে ভরে গেছে গাড়ি! তাই
তো অন্তত কিছুক্ষণের জন্য আমাকেলাশের সঙ্গী হতে হলো না!
এভাবে আর কিছুক্ষণ শুয়ে থাকলে পরের গাড়িতে লাশের
সঙ্গী হতে হবে! তাই একটা রিক্স নিয়ে পালানোর সিদ্ধান্ত নিলাম! শোয়া থেকে উঠে খুব সাবধানে দৌড়াচ্ছিলাম। তবুও কয়েকজন পুলিশ
আমাকে দেখে ফেললো!
ওরা আমার পিছু নিলো! এলোপাতাড়ি গুলি ছুঁড়তে লাগলো!
একটা গুলি গেলো ঠিক আমার কানের পাশ দিয়ে!
একটা লাশের গায়ে হোঁচট খেয়ে পড়লো একজন পুলিশ সদস্য।
তাকে নিয়ে কয়েক সেকেন্ডের জন্য ব্যাস্ত হয়েপড়লো পুলিশগুলো! এই সুযোগটাকে কাজে লাগিয়ে একটাগলিতে ঢুকে পড়লাম আমি!
কিন্তু বেশিদূর যেতে পারলাম না! এক র্যাব সদস্যের একদম
মুখোমুখি গিয়ে পড়লাম!
আমার ভীত চেহারা দেখে র্যাব রদস্যটি আমাকে আমাকে অভয়
দিয়ে বললেন, ভয় পাবেন না। আপনি নিরাপদ!
র্যাব সদস্যটি আমাকে এক জায়গায় লুকিয়ে ফেললেন! পুলিশগুলো এসে ফিরে গেলো! আমাকে বাঁচানোর জন্য মিথ্যে বললেন
র্যাব সদস্যটি। বললেনএখানে কাউকে আসতে দেখেন নি তিনি!
পুলিশগুলো চলে যাওয়ার পর আমাকে বের হওয়ার ইঙ্গিত করলেন র্যাব
সদস্যটি। তিনি আমাকে খুব সাবধানে এক জায়গায় নিয়ে এলেন।
সেখানেএকটি উঁচু দেয়াল ছিলো। নিজের কাঁধে তুলে সেই দেয়াল
টপকাতে তিনি আমাকে সাহায্য করলেন! তিনি আমাকে এখান থেকে পালিয়ে যাওয়ার রাস্তা বলে দিলেন! এভাবে এক র্যাব সদস্যের
সহযোগিতায় আমি জীবিত ফিরে এলাম! খোদার কসম! এই কাহিনীর এক বর্ণও মিথ্যে নয়।
বিষয়: বিবিধ
১৭৪৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন