২মিনিটের ঝড়ে, ২কোটি বাশ!!

লিখেছেন লিখেছেন বাংলার দামাল সন্তান ০৪ মে, ২০১৩, ০৮:১৮:১৩ রাত



২মিনিটের ঝড় তুলেছিলেন

বক্তব্যে......

২ মিনিটে ২কোটি বাশ দিয়েছেন!!

সেই বক্তব্যের হুভু নিচে দেওয়া হলোঃ

বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি’র

চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান

পার্থ প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেছেন,

আপনি আজকের মিটিং না করে সেই

টাকা সাভারে ক্ষতিগ্রস্তদেরদিতে বলেছেন।

আমরাও চিন্তা করেছিলাম। কিন্তু

আপনি টাকা দিয়ে অস্ত্র কিনছেন। এই অস্ত্র

দিয়ে কাকে মারবেন? আপনাকে বলি, অক্সিজেন

নিয়ে আসুন। আপনাকে সহযোগিতা করা হবে।

তিনি আজ শনিবার বিকেলে ১৮ দলের

সমাবেশে একথা বলেন।

পার্থ বলেন, আপনার কার্টুন অঙ্কনকারিকে ২৪

ঘণ্টার মধ্যে আটক করেছিলেন। আর

মহানবী স.’র

নামে কটূক্তিকারীকে গ্রেফতারে কেন আড়াই

মাসে লাগে?

তিনি বলেন, আপনি গতকাল সংবাদ সম্মেলন

করে দেশের জনগণকে ইসলাম শিক্ষা দেওয়ার

চেষ্টা করেছেন। আপনার ইসলাম

সম্পর্কে মানুষ জানে।

তিনি বলেন, আপনি মাঝে মাঝে অসত্য

কথা বলেন এ কথাও জনগণ জানে।

আপনিরানাকে নিজের দলের নয় বলে সাফাই

গেয়েছেন। আপনাকে বলি, ঘরের নোংরাকাপড়

বাইরে আনতে নেই। তাতে নিজেরসম্মান নষ্ট

হয়। প্রধানমন্ত্রীকে বিবিসি, সিএনএন’র

মতো বিদেশী গণমাধ্যমে সাক্ষাৎকার

না দেওয়ার অনুরোধ করেন পার্থ।

পার্থ বলেন, বর্তমান সরকারের একজন

মন্ত্রীকে ধাক্কা মন্ত্রী, আরেকজন চোর

মন্ত্রী ও আরেকজনকে হলমার্ক

মন্ত্রী বলে জনগণ। আপনার দিন শেষ

হয়ে গেছে। আপনি চলে যান।

তা না হলে পালাবার পথ খুঁজে পাবেন না।

আপনারাই বলেন কয়টা বাশ দিয়েছে হাচিনা বুবু

কে আন্দালিব রহমান পার্থ ভাই???

বিষয়: বিবিধ

১৭১২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File