সত্যের সেনাপতিরা এক আল্লাহ্কে ছাড়া কাউকে পরওয়া করে না।
লিখেছেন লিখেছেন বাংলার দামাল সন্তান ২২ এপ্রিল, ২০১৩, ০৪:৩৩:৫৯ বিকাল
শিবির সভাপতিকে বারবার হত্যার
হুমকি দেওয়া হচ্ছে ।
তাকে বলা হচ্ছে, জামাত সম্বন্ধে বিষেদাগার করে
শিবির-জামাতের মধ্যে বিভেদ সৃষ্টি করতে ।
কিন্তু তিনি তা করতে অস্বীকৃতি জানাচ্ছেন ।
তারপর নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেওয়া হচ্ছে ।
আবার তাকে প্রস্তাব দেওয়া হচ্ছে,
সরকারি ফর্মুলা অনুযায়ী শিবিরের
মধ্যে তিনি যদি গ্রুপিং সৃষ্টি করতে রাজি হন,
তাহলে তাকে মুক্তি দেওয়া হবে ।
কিন্তু আল্লাহর আদর্শ থেকে বিচ্যুত
হতে রাজি হচ্ছেন না ।
তারপর তাকে বলা হচ্ছে, কয়েকজন জামাত
নেতার বিরুদ্ধে কুৎসা রটিয়ে তাদের
চরিত্র হননের জন্য ।
তাকে বলা হচ্ছে, মিডিয়ার সামনে সরকারি
বাহিনীর কিছু শেখানো বুলি আওড়ানোর জন্য।
"শিবির কোন ইসলামী সংগঠন নয় ।
ছোটবেলায় ইসলামী সংগঠন ভেবে শিবিরে ঢুকেছিলাম । তারপর যত উচ্চপর্যায়ে যেতে লাগলাম,
দেখলাম এটাও স্বার্থবাদী সংগঠন ।
শিবিরে একবার ঢুকলে আর বের হওয়া যায় না।"
ইত্যাদি ইত্যাদি বলতে বলা হচ্ছে ।
আলহামদুলিল্লাহ!
আলহামদুলিল্লাহ! শত প্রলোভন নির্যাতনেও এ কাফেলার
এ সেনাপতি অটল অবিচল আছেন ।
একবার ভাবুন তো, আপনাকে যদি বার বার
ইলেকট্রিক শক দেওয়া হয়,
মেরুদন্ডে আঘাত করা হয়,
একবার নিকশ অন্ধকার আরেকবার
তীব্র আলোতে রাখা হয়
হাজার হাজার হার্জের সাউন্ড কানের
কাছে বাজানো হয়,
আপনি কি ঈমান টিকিয়ে রাখতে পারবেন?
ধৈর্য্য ধরতে পারবেন?
কিন্তু, এ শিবির সভাপতি ধৈর্য ধরেছেন।
জালিমের কাছে মাথা নত করছেন না ।
বিষয়: বিবিধ
১৭৮৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন