মিথ্যাবাদী মা
লিখেছেন লিখেছেন বাংলার দামাল সন্তান ০৭ এপ্রিল, ২০১৩, ১০:২০:৪০ রাত
মিথ্যাবাদী মা-
প্রশ্ন থাকতে পারে মা কি কখনো মিথ্যাবাদী হতে পারে?
হ্যাঁ আমার মা মিথ্যাবাদী-100%,
আমি যখন ছোট ছিলাম, একদিন দুপুর বেলা স্কুল থেকে বাড়ি ফিরে মাকে বললাম মা আমার খিদে লেগেছে
মা আমাকে বললো রান্না ঘরে রুটি বানানো আছে,
গিয়ে খেয়ে নে, আমাদের পরিবারের সদস্য সংখ্যা আমরা 2ভাই 3বোন, বাবা তখন কুয়েতে থাকতো, আমি রান্না ঘরে গিয়ে দেখি একটা পাতিলে 5টা রুটি আছে, আমি একটা খেলাম আর থাকে 4টা, তখন মাকে বললাম মা তুমি একটা খাও, মায়ের হাসি মুখে জবাব এইমাত্র খেয়েছি, কিছুক্ষন পর আপু স্কুল থেকে বাড়ি ফিরে একটা রুটি খেয়ে আমাকে বলল মা রুটি খেয়েছে, আমি বললাম হ্যাঁ খেয়েছে, আবার বলল তুই খেয়েছিস, আমি বললাম খেয়েছি, তখন আপু আমাকে বলল সকালে আমি রুটি বানিয়েছি 5টা, তুই খেয়েছিস, আমি খেয়েছি, আম্মু খেয়েছে, এখনো তিনটা রুটি কিভাবে থাকে
তখন আমি মাকে গিয়ে প্রশ্ন করলাম, মা আপু বলেছে 5টি রুটি বানিয়েছে 5টা আমরা 3জনে 3টা খেলে আর থাকার কথা 2টা কিন্তু এখনো 3টা রুটি আছে কিভাবে,
মা আর চোখের পানি ধরে রাখতে পারলো না,
বলল ঘরে আর কোন আটা ছিলনা তাই 5টা রুটিই বানানো হয়েছে বাবা,
আমার প্রশ্ন তাহলে!
মায়ের জবাব আমি খাইনি বাবা,
আমার প্রশ্ন তাহলে তুমি মিথ্যা বললে কেন?
মায়ের জবাব, আমি যদি মিথ্যে না বলতাম তাহলে
তুই রুটি খাবি না আমি জানতাম।
আর একদিন ঈদুল ফিতরের 2দিন আগে মা আমাদের
সবার জন্য নতুন জামা কাপড় কেনা হল
কিন্তু মায়ের জন্য হল না, আমি মাকে প্রশ্ন করলাম
মা তোমার নতুন জামা কোথায়-মা আমাকে বলল
আলমারী তে আছে, আমি মাকে বললাম
চাবি দাও আমি দেখবো, মা বলল চাবি খুজে পাচ্ছি না।
পরে জানতে পারলাম আমাদের সবার জন্য কেনাকাটা
করার পর আর কোন টাকা ছিল না তাই মায়ের জন্য
কেনা হয় নাই।
আপনারাই বলুল আমি কি মিথ্যে বললাম
আমার মা মিথ্যেবাদী।
যে মা সন্তানের সুখের জন্য সব কিছু ত্যাগ করে
আমাদের মত জাহান্নামী ছেলেরা সেই গর্ভধারিনী
মাকে বিদ্যাআশ্রম এ পাঠাই।
হায়রে হতভাগা সন্তানেরা যে মায়ের পায়ে
তোর জান্নাত তুই সে মাকে দিস কষ্ট।
সালাম পৃথিবীর সকল মায়েদের
আস্সালামু আলাইকুম।
বিষয়: বিবিধ
৮১৬৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন