খোলা আবেদন
লিখেছেন লিখেছেন ভাবনাময় ২২ মার্চ, ২০১৩, ০৭:৫৩:১০ সকাল
মানণীয় বিরুধী দলের নেত্রী ও প্রা্ক্তন প্রধানমন্ত্রী,
আপনাকে ধন্যবাদ জানাতে খুবই ইচ্ছে করছে প্রয়াত প্রেসিডেন্টের প্রতি শ্রদ্ধা জানানোর জন্যে এগিয়ে আসাতে। আমি অত্যন্ত অভিভূত ও শিহরিত বটে। সালাম জানাই রাজনৈতিক প্রজ্ঞার প্রমান দেয়ার জন্যে। আর একটু আচার দেখনোর জন্যে আহবান করতে চাই যদি মার্জনা করেন। তা হল সবাই আমরা এ অবিনশ্বর ধরা ছেড়ে যেতে হবে না উনার মত? সুখ্যাতি বলুন আর কুখ্যাতি বলুন, শুধু কি এটা বা ওটা বা এদু’টাই থাকবে না? মানবতা, শ্রদ্ধা, ভালবাসা, আদর শুধু ইতিহাসের পাতায় স্বর্ন অক্ষরে লেখা থাকবে না আপনাদের মত ব্যক্তিত্বদের? আমি বা আপনি কি তা বিশ্বাস করিনা? নুণ্যতম ব্যক্তিও কি তা চাবে না? আল্লাহর দরবারে কি শেষ বিচারের দিনে প্রথম কুরসীটি হবে না ন্যায় বিচারকের? তবে সমীকরনটি কি দাড়ায়? এদুনিয়া+ওদুনিয়া=প্রশান্তি কাম্য? আসুননা একটু ভেবে দেখতে পারা যায় কিনা সমীকরনটি নিয়ে। একটু ভাবনা উদয় হলে চির কৃতজ্ঞ থাকবো না? আবার এ দেশের একজন ব্যথিত নাগরিক ও ক্ষুদ্র মুক্তিযোদ্ধা হিসেবে আমার তা বলার অধিকার ও হক আছে মনে করতে পারি না? হে আল্লাহ! আমার, আপনার ও মাতৃভূমির মঙ্গলে আপনার মনোযোগ উদয়ে কল্যাণ নিহিত থাকলে কবুল করুন।অন্যথায় আমার অপরাধ মার্জনীয়!
আপনাকে ধন্যবাদ জানাতে খুবই ইচ্ছে করছে প্রয়াত প্রেসিডেন্টের প্রতি শ্রদ্ধা জানানোর জন্যে এগিয়ে আসাতে। আমি অত্যন্ত অভিভূত ও শিহরিত বটে। সালাম জানাই রাজনৈতিক প্রজ্ঞার প্রমান দেয়ার জন্যে। আর একটু আচার দেখনোর জন্যে আহবান করতে চাই যদি মার্জনা করেন। তা হল সবাই আমরা এ অবিনশ্বর ধরা ছেড়ে যেতে হবে না উনার মত? সুখ্যাতি বলুন আর কুখ্যাতি বলুন, শুধু কি এটা বা ওটা বা এদু’টাই থাকবে না? মানবতা, শ্রদ্ধা, ভালবাসা, আদর শুধু ইতিহাসের পাতায় স্বর্ন অক্ষরে লেখা থাকবে না আপনাদের মত ব্যক্তিত্বদের? আমি বা আপনি কি তা বিশ্বাস করিনা? নুণ্যতম ব্যক্তিও কি তা চাবে না? আল্লাহর দরবারে কি শেষ বিচারের দিনে প্রথম কুরসীটি হবে না ন্যায় বিচারকের? তবে সমীকরনটি কি দাড়ায়? এদুনিয়া+ওদুনিয়া=প্রশান্তি কাম্য? আসুননা একটু ভেবে দেখতে পারা যায় কিনা সমীকরনটি নিয়ে। একটু ভাবনা উদয় হলে চির কৃতজ্ঞ থাকবো না? আবার এ দেশের একজন ব্যথিত নাগরিক ও ক্ষুদ্র মুক্তিযোদ্ধা হিসেবে আমার তা বলার অধিকার ও হক আছে মনে করতে পারি না? হে আল্লাহ! আমার, আপনার ও মাতৃভূমির মঙ্গলে আপনার মনোযোগ উদয়ে কল্যাণ নিহিত থাকলে কবুল করুন।অন্যথায় আমার অপরাধ মার্জনীয়!
বিষয়: রাজনীতি
১১১৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন