তুই হাহাকার, তুই হাহাকার!

লিখেছেন লিখেছেন গনঅভ্যুত্থানের ডাক ০৭ জুলাই, ২০১৩, ০২:২৮:২৬ দুপুর



ইস! কি অপমান, কি লজ্জা, সাহবাগিদের প্যান্ট খুলে দিল গাজীপুরের জনগন, যেটা নাকি আওয়ামীলীগের দুর্গ বলে পরিচিত।



আড়াই মাস ধরে কি না করল তারা, নাচানাচি, কুদাকুদি, কলিজা ভাজি দিয়ে পরটা, দুপুরে খাসীর বিরিয়ানির সঙ্গে বোরহানি, তার পর আবারো নাচানাচির আয়োজন, সঙ্গে গরম হবার জন্য বিদেসি বোতলের ঝাঁজ, সব মিলিয়ে পিকনিক , আর এর মধ্যে পকেট ভারি হওয়া কিছু অতি উৎসাহী মিডিয়ার ২৪ ঘণ্টার লাইভ তেলিকাস্ত। আর এর মধ্যে আবার বুবুজানের দ্বিতীয় মুক্তি যুদ্ধের সনদ প্রাপ্তি বিরিয়ানি জাগরণে পায় নতুন মাত্রা। এরপর মোমবাতি প্রজ্বলন, পতাকা উত্তোলন, সারা দেশে পুলিসি প্রটোকলে এখানে ওখানে সমাবেশ, আর কত কি। এসব করে আওয়ামীলীগ আর তাদের দোসর বাম ছাগলরা ভেবেচিল চিরস্থায়ী ক্ষমতার আসমানের চাঁদটা বোধ হয় এবার তাদেরই হাতে।

কিন্তু না, এসব করে তারা ইসলামি শক্তি গুলোকে এক করে দিয়েছিল, দুঃশাসনে, দুর্নীতি আর সন্ত্রাসে অতিষ্ঠ জনগণের পুঞ্জিবিত ক্ষোভকে আরও তীব্রতর করেছিল। সমাজের প্রতিটা ইঞ্চিতে জমা হতে থাকলো সে ক্ষোভের আগুন। যার জন্য রাস্তায় জীবন দিল অসংখ্য মানুষ, যারা প্রিয় নবী (সঃ) এর নির্ভীক সৈনিক ছিলেন।

আজ তাদের বীজয়ের পতাকা উড়তে শুরু করেছে, সাথে বাজতে শুরু করেছে মহা জোট সরকারের বিদায়ি ঘণ্টা।

বিষয়: বিবিধ

১৫৯২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File