বুলেড শুধু নিতে পারে প্রান, ঈমান নিতে পারে না।
লিখেছেন লিখেছেন গনঅভ্যুত্থানের ডাক ১৬ জুন, ২০১৩, ১০:৪৪:০৮ রাত
বুলেড শুধু নিতে পারে প্রান, ঈমান নিতে পারে না
রক্ত দিতে যানে যে জন, সেই তো কবু হারে না।
দিনের জন্য জীবন দেয়ার শপথ নিয়েছি
রাজ পথে তাই সাগর সাগর রক্ত দিয়েছি
ন্যায়ের পথে লরাই কারি কবু হারে না।
ভাগ্যে থাকলে শহিদ হব, নাইলে হব গাজি।
খোদার পথে রক্ত দিতে আমরা সবাই রাজি
দিনের জন্য লরাই করে কেউ তো মরে না।
বুলেড শুধু নিতে পারে প্রান, ঈমান নিতে পারে না
রক্ত দিতে যানে যে জন, সেই তো কবু হারে না।
বিষয়: বিবিধ
১০৭১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন