কঠিন ফাদের মুখে ১৮ দলীয় জোট!

লিখেছেন লিখেছেন গনঅভ্যুত্থানের ডাক ১৬ জুন, ২০১৩, ১২:২৯:৪০ রাত

কঠিন ফাদের মুখে ১৮ দলীয় জোট!

সবাই ভাবছেন,সিটি নির্বাচনে আওয়ামীলীগ গো হারা হারছে!!

কিন্তু বাস্তবতার আলোকে দেখুন,এই নির্বাচন নির্দলীয় হওয়ার কথা।

এই নির্বাচনে সরকার দলের প্রার্থীরা হারলে সরকারের কিছু যায় আসে?

না কিছুই যায় আসে না…

বরং এই নির্বাচনে হারার মাধ্যমে তারা প্রমাণ করলো তাদের অধীনে নির্বাচন কতটা নিরপেক্ষ হয়!

এই নির্বাচনের ফলে আমজনতা সন্তুষ্ট হয়ে যদি তত্বাবধায়ক এর দাবী থেকে সরে আসে এবং আগামি সংসদ নির্বাচন যদি তাদের অধীনে হয়-তাহলে দেখবেন কারচুপি কাকে বলে,কত প্রকার ও কী কী?

অর্থাৎ

এই নির্বাচনের ব্যার্থতাকে সংসদ নির্বাচনের জয়ের ভীত হিসেবে দাঢ় করানোর পায়তারা করছে সরকার।।

বিষয়: রাজনীতি

১১১০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File