আমি তো আমায় সোপে দিয়েছি
লিখেছেন লিখেছেন গনঅভ্যুত্থানের ডাক ১৩ জুন, ২০১৩, ০৮:৪৬:৫৯ রাত
আমি তো আমায় সোপে দিয়েছি..
আনন্দোলনে পথে,দিন কায়েমের সাথে,
আমার তো আমি বলে আর কেউ নেই..
সংগঠনের মাঝে খুজি নিজেকে
আনন্দোলনের মাঝে খুজি দিজেকে।
আমার তো কোন চাওয়া নেই তো এখন,
পেয়েছি সবচেয়ে দামী এ সংগঠন
পেয়েছি দ্বীনে দিশা,
পেয়েছি ভালবাসা,
আর কোন চাওয়া তাই নেই নেই।
সংগঠনের মাঝে খুজি নিজেকে
আনন্দোলনের মাঝে খুজি দিজেকে।
আমার তো শুধু চাওয়া রাসূলের পথ
আল্লার থেকে পাওয়া প্রিয় শাহাদাত।
জস ক্ষেতি সম্মান নেই কোন পিছুটান
আনন্দোলনের পথে থেকে যেতে চাই।
সংগঠনের মাঝে খুজি নিজেকে
আনন্দোলনের মাঝে খুজি দিজেকে।
বিষয়: বিবিধ
১১০৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন