প্লিজ;ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন

লিখেছেন লিখেছেন মিষ্টার আলিফ ৩০ মার্চ, ২০১৩, ০৩:০৬:৪২ দুপুর

আমি একজন লেখক ও ব্লগার। থুক্কু,নিজের ঢোল নিজে পিটাচ্ছি কেন ? নিজের ঢোল নিজে পিটালে নাকি আওয়াজ বেশি হয়। বেশি আওয়াজের কারনে পাছের লোকের কষ্ট হয়। এরা আগোচরে গালাগালি করে । ভীষণ বিরক্ত হন। তাই গুনি জনেরা কহেন-নিজের ঢোল নিজে কখনো পিটাবেননা। প্রয়োজনে একগাদা লোক রেখে সবার কান জালা-পালা করে দিবেন। যাই হোক আমি অল্প হলেও পিটানোর সিদ্ধান্তে অটল। লেখক হিসেবে আদিম ( দশ বছর পূর্ব ) কালের হলেও ব্লগার রুপে নবীন । পূর্বে সোন‍ার বাংলা ব্লগে নিয়মিত ভিজিট থাকলেও কখনো লিখতাম না। মাঝে মাঝে বাম-রাম-নব্য শাহবাগিদের ব্লগ সামওয়ার ইন ব্লগে ভিজিট করতাম। তাদের নির্বাচিত ব্লাগারদের লেখা পড়লে নিজেকে হিন্দুস্থানের বাসিন্দা কিংবা কোন অজানা গ্রহের বাসিন্দা মনে হতো। মাঝে মাঝে তাদের লেখার আর বাণীর বাহার দেখে আফসোস হতো। যাই হোক,আসল কথায় আসি-পূর্বে বাংলাদেশের অনেক দৈনিক এবং বহু জেলার পাড়-গ্রাম অঞ্চল থেকে প্রকাশিত লিটলম্যাগ-সাহিত্য পত্র-ভাজ পত্রে লেখালেখি করতাম। আমি নিজেও আলোর মেলা নামে একটি মাসিক সাহিত্য পত্র এবং মোহনা নামক একটি সাহিত্য লিটলম্যাগ প্রকাশ করতাম। কিন্তু সাধ্য আর সাদের সাথে পেরে উঠতে পারলাম না । কাগজ আর বিভিন্ন উপকরনের দাম বিদ্ধি পাওয়ার কারনে তা এক সময় কালের গর্বে হারিয়ে যায় । এখন সম্বাবত ঐ সব সাহিত্য পত্র কিংবা লিটলম্যাগ বের হয়না। বর্তমানে অনেকের সাথে কথা হলেও আবার অনেকে হারিয়ে গেছে নিজের আপন ভুমিতে। আরো আট দশ বছর পূর্বে বহু সংখ্যক লিটলম্যাগ বের হলেও বর্তমানে তা গুটি কয়েক । আবার অনেককে দেখেছি বিশাল কলবরে লিটল ম্যাগ বের করবে বলে ঘোষণা দিয়ে পরে তা আর্থিক দৌন্যতার কারনে বের করতে পারেনি। আগের সেই মধুর ক্ষণ এখনো মনে হলে লষ্টালজিয়ায় ফিরে যায়। মেইল প্রচলন না থাকায় চিঠি পড়ে তার উত্তর লিখা যে কত মধুর ছিল তা ভাষায় প্রকাশ করার আদৌ কঠিন। কত পাঠক-লেখক বিশেষ দিনে বিভিন্ন আকারে হাতের ‍আকাঁ রংবেরঙের শুভেচ্ছা পত্র পাঠাতো । এখনও মাঝে মাঝে ভাবি যদি আবার ফিরে যেতে পারতাম সেই মধুর সময়ের মাঝে । যা ছিল একান্ত সকল কবি-লেখকদের বিরামহীন আড্ডার মত মিলনমেলা। আবার কি আমি ফিরে পাবো এমন ক্ষণ মুহুর্ত ? আমার আবেগ তাড়ানো শ্রুতি শ্রীহীন লেখা পাঠক মহলের সময় নষ্ট করার জন্য সবিনয় অনুরোধ প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

বিষয়: বিবিধ

১১৮৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File