হেফাজতে ইসলামের সফল লংমার্চে অংশগ্রহনকৃত তরুনদেরকে আমরা তারণ্যের জোয়ার বলবো কি ??????????

লিখেছেন লিখেছেন মিষ্টার আলিফ ০৭ এপ্রিল, ২০১৩, ০৩:৫৪:৩১ দুপুর

৬ ই এপ্রিল হেফ‍াজতে ইসলাম এর সর্বকালের সেরা লংমার্চ শেষে মহাসমাবেশে অংশগ্রহনকৃত লক্ষ লক্ষ তরুনের জোয়ারকে আমরা কি নামে আক্ষায়িত করবো। এটা কি তারুণ্যের জোয়ার নহে ? এখনো যারা মুখে কুলুক এটে বসে আছেন তাদের কো সময়ে উপলদ্ধি হবে। হেফাজতে ইসলাম বড় বড় আলেমদের সংগঠন হলেও তাদের মহাসমাবেশে তরুনদের উপস্থিতি ছিল সবকালের চোখে পড়ার মত। এখনো কতেক অন্ধ-বধির চাটার দল পা চাটায় ব্যস্ত। মূলত এদের দুর্দর্শিতার অভাবে এরা তৃতীয় হারামীর দল রুপে স্বাধীন বাংলাদেশের মানচিত্র খামচে ধরে আছেন। আজ সময় এসেছে এই সব পা চাটা জানোয়ারদের এইদেশ থেকে ‍বিতাড়িত করার। যারা স্বাধীন দেশের উন্নতিতে নাখোশ।

বিষয়: বিবিধ

৯৩৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File