হেফাজতে ইসলামের সময় উপযোগী কর্মসূচি ঘোষনা,হরতাল,সমাবেশ,অবরোধ এবং...............

লিখেছেন লিখেছেন মিষ্টার আলিফ ০৬ এপ্রিল, ২০১৩, ০৬:৫৯:২৩ সন্ধ্যা

আমি সত্যি আবেগ আপ্লুত হয়ে গেছি যে, কি লিখবো কোন ভাষা খোঁজে পাচ্ছিলামনা। একবার ভাবলাম মহাসমাবেশ নিয়ে কোন পোষ্ট লিখবোনা। কারন যদি এই বিশাল মহাসমাবেশকে তুলে ধরার মত আমি অধম বাংলা অভিধানের কোন দুর্ভল শব্দ দ্বারা খাটো করে ফেলি অথবা আমি অধম লেখক যদি এমন কোন শব্দ খোজে না পাইযে সমাবেশকে সফল বলার মত কোন পঙতি বা বাক্যাংশ। এমন দ্বিধা-দ্বন্ধ নিয়ে কিবোর্ডে হাত দিলাম। আমার এই লেখা যদি এতটুকু ‍কিংবা সামান্য পরিমান খাটো করার মত শব্দ চয়ন থাকে তাহলে আমার লেখার কড়া প্রতিবাদ করবেন।যাইহোক বাংলাদেশের ইতিহাসের সর্বকালের সর্ববৃহত একমাত্র সফল মহাসমাবেশ হেফাজতে ইসলামের মহাসমাবেশ খেকে দাবি আদায়ে বিভিন্ন কর্মসূচি ঘোষনা করা ‍হয়েছে,ঘোষণা ‍অনুযায়ী আগামী ৮ই এপ্রিল সোমবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল,৩০ ই এপ্রিলের মধ্যে দাবি না মানলে ৫ই মে ঢাকা অবোরধের ঘোষনা।এছাড়া আগামী ১১ ই এপ্রিল সিলেটে মহাসমাবেশ, ১২ই এপ্রিল ব্রাক্ষনবাড়ীয়ায় মহাসমাবেশ, ১৩ই এপ্রিল ময়মনসিংহে মহাসমাবেশ,১৮ই এপ্রিল বরিশালে মহাসমাবেশ,১৯ই এপ্রিল ফরিদপুরে মহাসমাবেশ, ২০ই এপ্রিল খুলনা মহাসমাবেশ, ২৬শে এপ্রিল চট্রগ্রামে মহাসমাবেশ, ২৯শে এপ্রিল রাজশাহীতে মহাসমাবেশ এবং সর্বশেষ ৩০ শে এপ্রিল বগুড়াতে তৌহিদী জনতার ১৩ দফা দাবিতে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।আর ৩০শে এপ্রিলের পূর্বে যদি লক্ষ-কোটি তৌহিদী জনতার অহিংস দাবি মেনে না নেওয়া হয় তাহলে আগামী ৫ ই মে ঢাকা অবরোধ করা হবে।ইনশাল্লাহ তৌহিদী জনতার বিজয় সুনিশ্চিত।

বিষয়: বিবিধ

১০৬৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File