শাহবাগীদের সাথে নেই, কারণ...

লিখেছেন লিখেছেন আবু তাশফীন ২১ মার্চ, ২০১৩, ০৭:০৬:২০ সকাল

আন্দোলনকারীরা চায়না-

১) সুরঞ্জিত ও আবুল সহ সরকারের মন্ত্রী-এমপিদের ঘুষ-দূর্নীতির বিচার,

২) সাগর-রুনি, আবু বকর, বিশ্বজিৎ সহ আরো অনেক নিরপরাধ মানুষ হত্যার বিচার,

৩) ছাত্রলীগ-যুবলীগের টেন্ডার সন্ত্রাসের বিচার,

৪) ছাত্রলীগ কর্তৃক শিক্ষা-প্রতিষ্ঠানে নৈরাজ্য, সন্ত্রাস, চাঁদাবাজির বিচার,

৫) নাস্তিক ব্লগারদের ইসলাম বিদ্বেষী প্রপাগান্ডার প্রতিরোধ ও সংশ্লিষ্ট নাস্তিকদের বিচার,

৬) ব্লগার রাজিব হত্যায় জড়িতদের ধরার জন্য সরকারকে আল্টিমেটাম বা দ্রুত বিচার (!!!রহস্যজনক!!!),

৭) শাহবাগে সিসিটিভির দায়িত্বে থাকা কনস্টেবল বাদলের খুনের বিচার (খুনের সম্ভাব্য কারণ: আন্দোলনকারীদের অপকর্ম ফাঁসের ভয়?)

৮) হলমার্ক কেলেংকারীর বিচার,

৯) শেয়ার বাজার কেলেংকারীর বিচার,

১০) পদ্মা সেতু কেলেংকারীর বিচার,

১১) সীমান্তে বিএসএফ কর্তৃক ফেলানী সহ শত শত বাংলাদেশীর হত্যা ও নির্যাতনের বিচার,

১২) পরিমল নামক পাপিষ্ঠদের (যারা বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানে ছাত্রী ধর্ষণের মহান ব্রত পালন করছে) বিচার,

১৩) সরকারের মন্ত্রী, এমপি ও আওয়ামী-বাম নেতাদের ব্যাংক লুট-পাটের বিচার,

১৪) জনপ্রিয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্হা পূনর্বহাল,

১৫) দল মত নির্বিশেষে সকল যুদ্ধাপরাধীর বিচার (সরকারে থাকা এমপি-মন্ত্রী ও নেতাদের যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে সবাইকে বিচারের আওতায় আনা)

১৬) নির্বাচনী প্রতিশ্রুতিঃ

১০ টাকা কেজি চাল

৫ টাকা কেজি ঝাল

ঘরে ঘরে চাকরী

বিনা মূল্যে সার

১৭) এমপি শাওন কর্তৃক নিজ পিস্তল দিয়ে নিজের গাড়ীতে নিজের ড্রাইভারকে গুলি করে হত্যা করার পরও সে ফেরেস্তার মত নির্দোষ।

১৮) বিডিআর হত্যাকান্ডের সুবিচার।

১৯) ডেসটিনি কেলেঙ্কারী।

২০) আলোচিত গুম - চৌধুরী আলম, ইলিয়াস আলীসহ নাম না জানা অসংখ্য মানুষ।

২১) গার্মেন্ট ম্যাসাকার।

২২) ...।

[১৬-১৭] ব্লগার মাটিরলাঠি'র কমেন্ট থেকে আপডেট।

[১৮-২১] ব্লগার বিবেকের কান্না'র কমেন্ট থেকে আপডেট।

(পাঠক, আরো কারণ থাকলে দয়া করে কমেন্টে লিখুন, ধন্যবাদ।)

বি.দ্র.: লেখাটি সামুতে দেয়ার ১-২ মিনিটের মধ্যে আমাকে ব্যান করা হয়েছে। আজ পর্যন্ত আনব্যান করা হয়নি।

বিষয়: বিবিধ

১৪২৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File