লোকটি বলে... কি...?????????

লিখেছেন লিখেছেন প্রশান্তি ০৫ মে, ২০১৩, ০৩:০০:১৯ দুপুর

নিজের জায়গা বা নিজের অতীত এমনকি নিজের ভবিষ্যত ভুলে কখনো কেও এভাবে কথা বলে ? যেমন টি বলল ইনু..............

জাস্ট নিউজ -

ঢাকা, ৫ মে (জাস্ট নিউজ) : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, উচ্চ আদালতের রায়ের মাধমেই তত্ত্বাবধায়ক সরকার প্রথা বাতিল করা হয়েছে। এটি জেনেও তত্ত্বাবধায়ক সরকারের জন্য আল্টিমেটাম দেয়াই প্রমাণ করে খালেদা জিয়া মুর্খ অথবা জ্ঞানপাপী।

রবিবার তথ্য অধিদফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, শনিবারের সমাবেশে বক্তব্যের মাধ্যমে খালেদা জিয়া সরকারের সঙ্গে আলোচনার পথ বন্ধ করে দিয়েছেন। তার উচিৎ আল্টিমেটাম প্রত্যাহার করে নির্বাচনকালীন একটি সরকারের রূপরেখা তৈরি করা। যাতে করে নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়। এজন্য সরকারের সঙ্গে আলোচনায় বসা।

তথ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়া নির্বাচন চান না। তিনি সংঘাত, সংঘর্ষ অসাংবিধানিক, তালিবানি এবং হেফাজতি মার্কা রাষ্ট্র কায়েমের চেষ্টা করছেন। হেফাজতে ইসলামের ১৩ দফা দাবির প্রতি সমর্থন জানিয়ে প্রমাণ করেছেন তিনি সুষ্ঠু নির্বাচন চান না।

হেফাজতের কর্মসূচি প্রসঙ্গে ইনু বলেন, তাদের উচিত নির্বাচনে অংশ নিয়ে সরকার গঠন করে নিজেদের মতো আইন করা। লাঠি হাতে ও আইনশৃঙ্খলার অবনতি করে কোনো আইন পরিবর্তন করা যাবে না।

অবরোধ কর্মসূচি শেষে হেফাজত কর্মীদের শান্তিপূর্ণভাবে ঘরে ফিরে যাওয়ার আহবান জানিয়ে মন্ত্রী বলেন, আমরা বিরোধী দলের প্রতি আহবান জানিয়েছিলাম শান্তিপূর্ণ কর্মসূচি পালনের। ঠিক তেমনিভাবে আপনাদেরও আহবান জানাচ্ছি কর্মসূচি পালন করে শান্তিপূর্ণভাবে যার যার ঘরে ফিরে যাবেন।

(জাস্ট নিউজ/টিআইএস/ডিএইচ/১৩৩৩ঘ)

বিষয়: বিবিধ

১৩৪৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File