সাভার ট্রাজেডি

লিখেছেন লিখেছেন খালিড ২৬ এপ্রিল, ২০১৩, ০৪:৪৪:০৬ রাত

বিবিসি কে ম,খা,আলমগীর,বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রী বলেছেন ,'আমি শুনেছি ,সাভার এলাকায় যে স্থানে রানা প্লাজা অবস্থিত সেটি মৌলবাদী প্রবণ এলাকা। তাছাড়া কিছু হরতাল সমর্থক ভবনটির ফাটল ধরা দেয়ালের বিভিন্ন স্তম্ভ এবং গেট ধরে নাড়াচাড়া করেছে।ভবনটি ধসে পড়ার পেছনে সেটাও একটি কারণ হতে পারে।' জাতীর দুর্ভাগ্য এ ধরনের কান্ডঞ্জানহীন একজন মানুষ তাদের স্বরাষ্ট্র মন্ত্রী।ইতিমধ্যে তিনি একদিনে ২০০ লোককে হত্যা করে গণতান্ত্রীক আন্দোলন দমনে মানুষ খুনের ব্যাপারে বিশ্ব রেকর্ড গড়েছেন।পাগলা কুকুরে কামড়ালে মানুষ আবল তাবল বকে,একে যে কিসে কামড়ালো আল্লাহ মালুম।স্বাধীনতা যুদ্ধের সময় এর ভূমিকা নিয়ে ইতিমধ্যে সমালোচনার ঝড় উঠেছে।১৯৭১ এ উনি পাকিস্তান সরকারের ডিসি ছিলেন।উনার হাত দিয়ে রাজাকার রিক্রুট হয়েছে।উনাকে রাজাকারের জন্মদাতা বলা যেতে পারে।আজকের ভূমিকা দেখলে বুঝা যায় ১৯৭১ সালে উনি কত নৃসংস ছিলেন কারণ তখন উনি একজন যুবক।

বিষয়: বিবিধ

১৫০৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File