যুদ্ধাপরাধীর ফাঁসি চাই।

লিখেছেন লিখেছেন এলিজাবেথ ২১ মার্চ, ২০১৩, ১২:৫২:৩০ দুপুর

১৯৭১ এর মুক্তিযুদ্ধ দেখিনি, তবে মুক্তিযুদ্ধের ইতিহাস আমি পড়েছি। তাছাড়া বাবা আমার বীর মুক্তিযোদ্ধা। বাবার মুখে শুনেছি ১৯৭১ এ আমাদের স্বাধীনতা যুদ্ধে এ দেশের নিরীহ/নিরস্ত্র বাঙালির উপর ব্যাপক গনহত্যা ও ধর্ষন যজ্ঞ চালানো হয়েছে। আর এই মানবতা বিরোধী অপরাধ যজ্ঞের মুল হোতা সে সময়ের দখলদার পাকবাহিনী ও তাদের এ দেশীয় দালাল জামাত-শিবির, রাজাকার, আলবদর, আলসামস বাহিনী। কিন্তু দেশ স্বাধীন হওয়ার পর অসুভ রাজনৈতিক ষড়যন্ত্রে দুঃজনক ভাবে এ অপরাধ যজ্ঞের বিচার হয়নি। কিন্তু আজ, স্বাধীনতার ৪২ বছর পর এ দেশের প্রজন্ম জেগে উঠেছে, সবাই যুদ্ধ অপরাধীর বিচার চায়। আমাদের দেশের মানুষ কে যারা হত্যা করেছে, যারা আমাদের নারীদের ধর্ষন করেছে তাদের বিচার চাই। সে সব চিহ্নিত জামাত, রাজাকার এবং তাদের সরদার জল্লাদ গোআজম/সাইদী/নিজামী/কামোল্লা গং দের ফাঁসি চাই।

আজকে শাহাবাগ স্কোয়ারে যারা রাত/বিরাত জেগে আছে, আমি তাদের পক্ষে। আমাদের এক দাবি, ফাঁসি ফাঁসি..............

বিষয়: বিবিধ

১৩৩৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File