মানবিক সাহায্যের আবেদন
লিখেছেন লিখেছেন আকতারুজজামান চয়ন ১৬ জানুয়ারি, ২০১৪, ০৯:১৯:১৬ রাত
মোঃ ফরিদুল ইসলাম (বয়স-৩০ বছর, পিতা-মৃতঃ মজিবুর রহমান, মাতা-জোহরা বেগম এর একমাত্র ছেলে) এর দু’টি কিডনীই নষ্ট হয়ে গেছে (রক্তের গ্রুপ : AB+)। বর্তমানে তিনি ঢাকার কিডনী ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাঁর মাতা একটি কিডনী দান করে তাঁকে বাঁচাতে ইচ্ছুক। এ মুহূর্তে ডায়ালাইসিস এবং পরবর্তীতে কিডনী রিপ্লেসমেন্ট এর জন্য প্রচুর পরিমাণে আর্থিক সাহায্য প্রয়োজন। সব শ্রেণীর মানুষের নিকট তিনি আর্থিক সাহায্যের মাধ্যমে বাঁচার জন্য আকুল আবেদন জানিয়েছেন।
সাহায্য পাঠাবার ঠিকানা :
মোঃ কামরুজজামান
MSA # ২১৮৪৪
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, রাজশাহী শাখা।
রোগীর বর্তমান ঠিকানা : কালসী, মিরপুর, ঢাকা।
স্থায়ী ঠিকানা : গ্রাম-পূর্ব রেহাই শুড়িবেড়, ডাকঘর-নাটুয়ার পাড়া,
থানা-কাজীপুর, জেলা-সিরাজগঞ্জ।
সংশ্লিষ্ট সাহায্যের আবেদনটি বহুল প্রচার ও আর্থিক সাহায্য দানের মাধ্যমে জনাব মোঃ ফরিদুল ইসলাম এর সুচিকিৎসার জন্য সবাইকে এগিয়ে আসার জন্য বিনীত অনুরোধ রইলো।
বিষয়: বিবিধ
১৩১৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন