যেভাবে সম্পুর্ন ওয়েবপেজের স্ক্রিনসর্ট নিবেন ।।
লিখেছেন লিখেছেন ন্যায়ের পথের পথিক ১৯ মার্চ, ২০১৩, ০১:১৯:০২ রাত
আস্সালামুওয়ালাইকুম।
আশাকরি সবাই ভাল আছেন।আজ আমি আপনাদের দেখাব কিভাবে পুরো ওয়েব পেইজ এর স্ক্রিন সর্ট নিবেন।তো চলুন বক বক না করে কাজে নেমে পড়ি........................
১.প্রথমে আপনার ফায়ারফক্স ব্রাউজার টি খুলুন।এবং add-ons বাটন এ ক্লিক করুন।নিচের চিত্ত্র দেখুন........
২.add-ons বাটন এ ক্লিক করার পরে একটি নতুন পেইজ আসবে।এবং ডানদিকে সবার উপরে সার্চ বক্সে লিখুন screenGrab। আপনার keyboard থেকে enter বাটন চাপুন।নিচের চিত্ত্রের মত
৩.enter press করার পরে আর একটি পেইজ আসবে।সেখানে অনেকগুলো add-ons দেখতে পারবেন ।এবার সবার উপরে দেখুন screengrab (fix version) 0.96.10c আছে কিনা।যদি থাকে তাহলে এই add-ons টির ডান দিকে install বাটন এ ক্লিক করুন।
৪.install হয়ে গেলে restart now তে ক্লিক করুন।আপনার কাজ শেষ।নিচের চিত্ত্র দেখুন।
৫.add-ons তো ইনস্টল দেওয়া হলো এবার ভাবছেন কিভাবে screenshort নিবেন???চিন্তার কোন কারন নেই আমি তো আছি তাই না..........??????????হ্যা এবার আপনি যে ওয়েব পেউজ এর স্ক্রিনসর্ট নিতে চান সেই ওয়েব পেইজ এ যান।আপনার mouse এর right বাটন ক্লিক করুন।এবং সবার নিচে দেখুন screenGrab নামে add-ons টি এসেছে।এবার screenGrab>save>complete page/frame ক্লিক রুন এবং আপনার পেইজটি jpg মুডে save করুন।নিচের চিত্ত্র দেখুন...........................
বিষয়: বিবিধ
৯৫১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন