আপন হেলেন
লিখেছেন লিখেছেন মোহাম্মদ মাইন উদ্দিন ২৩ মার্চ, ২০১৩, ০৫:২০:৪৬ সকাল
থাকতো যদি ভাব আরও দু’চারটি মেয়ের সঙ্গে
হয়তো তোমাকে অত ভাল লাগতো না আমার।
টানা টানা চোখ তোমার নেই,
বাঁশির মতো নাক সেও তোমার নয়;
তোমাতে খুঁজে পাই অনেক ত্র“টি, কিন্তু -
অন্যের ভালোটিওতো আমার অজানা!
একা তোমার সাথে যত গল্প,
বাকি হাজার জনের সাথে তার অর্ধেকও নয়
তাই তুলনাহীনা হয়ে, অপ্রতিদ্বন্ধী হয়ে
বিচরন করছ আমার সম্রাজ্যে।
আমি তোমাকে গড়েছি
আমার আপন হেলেন করে -
আমারই মন হতে সৌন্দর্য সঞ্চারি।
তাইতো তোমার অস্বচ্ছ চোখের কূপেও
আমি ডুব দেই,
আবিষ্কার করতে থাকি
থ্যাবড়া নাকের ভুগোল - তাৎপর্য।
আমিই দেখেছি টেরা চোখের মায়া-যাদু,
খোঁড়া পায়ের ছন্দময় পদচারনা;
আর কালো সোনা ত্বকের দ্যুতি।
তারা যাকে কুৎসিত বলে এড়িয়ে চলল
খুঁজতেই সেথা আমি পেলাম কারুকাজ - শৈল্পিক।
তোমাকে গেঁটে হয়েছে আমার নতুন উপলব্ধি,
এখন আমি ছাইয়েও মণি-মুক্তা খুঁজে পেতে শিখেছি।
বিষয়: সাহিত্য
১৩৬৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন