আমার প্রাণের বাংলাদেশ

লিখেছেন লিখেছেন সঠিক ইসলাম ২৬ মার্চ, ২০১৫, ০২:৫৩:৫৯ রাত

তুমি নন্দিত, আল্লামা সাঈদীর

লাখো মানুষের জলসায়,

আছো

হেফাজত, জামাত,তাবলীগ,

চরমোনাইদের ঈমানী চেতনায়। . তুমি

মুফতী আমিনীর রক্তে আগুন ধরা

জ্বালাময়ী সে ভাষন, তুমি

মাদ্রাসা-মক্তবে মিশে থাকা শায়খ

হাফিজ্জীর স্বপন। . তুমি ছেলে

হারানো শহীদমাতার ২০১৩ এর

দিনগুলী, তুমি বুকের মাঝে আগলে

রেখেছ শাহ-জালালের পদধুলী। . তুমি

পাঁচ কিংবা তার অধিক হাজারো

শহীদের প্রাণ, তুমি শাঁপলাচত্বরে

গুমরে উঠা স্বজনহারা সেই গান। .

আমার প্রাণের সাঈদী আমি তোমায়

ভালবাসি, তুমি বারো আউলিয়ার

পুন্যুভূমি তাই তোমায় ভালবাসি। .

তুমি মুহিব খানের বিপ্লবী কবিতা

"ইঞ্চি ইঞ্চি মাটি" তুমি সীমাহীন

ত্যাগে গড়ে উঠা ধর্মীয় রাজনীতির

ঘাটি। . তুমি সুরের পাখি

আইনুদ্দিনের দরদমাখা সেই গান, তুমি

মাওলানা ভাসানীর সর্বনাশা

ফারাক্কামুখী অভিযান। . তুমি শাইখুল

হাদীসের দীপ্ত ভাষায় বোখারীর

তাশরীহ, তুমি চরমোনাই পীরের

জবানে জারী মহান রবের তাসবীহ। .

তুমি শহীদ মাজলুম কাদের মোল্লার

অশ্রুসিক্ত গোর, আল্লামা ওলিপুরী,

মুফতী ওয়াক্কাসের নতুন দেখা সেই

ভোর। . তুমি "নাস্তিক মুক্ত বাংলা

গড়ার" তেজদ্দীপ্ত হুংকার, তুমি

লাখো মুমিনের দীপ্ত শপথে বেজে

উঠ বারবার। . তুমি প্রতিটি পংগু

জামাত- হেফাজতীর অভিমানের

সংসার, তুমি দোয়া,মুনাজাতের

তাহাজ্জুদে কেঁদে উঠা হাহাকার।

আমার প্রাণের সাঈদী , আমি তোমায়

ভালবাসি,,,,,,,,,

বিষয়: বিবিধ

১৪৬৯ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

311174
২৬ মার্চ ২০১৫ সকাল ১১:৩৯
সুমন আখন্দ লিখেছেন : বাংলাদেশ তোমার আমার
সোনার বাংলা সব জনতার,

হিন্দু-মুসলিম, বৌদ্ধ-খৃশ্চান
সবাই বাংলা মায়ের সন্তান

দুঃখ পেলে কাঁদি, একসাথে হাসি
বাংলাদেশকে সবাই ভালোবাসি
321454
২১ মে ২০১৫ রাত ০১:২০
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ভালো লাগল, ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File