সেবা করতে এসে ইসলামী লেবাস পরলে চলবে না; ভারতের নার্স আমার গোপন অঙ্গ ওয়াশ করে দিয়েছে -সমাজকল্যাণ মন্ত্রী

লিখেছেন লিখেছেন সঠিক ইসলাম ১৪ ডিসেম্বর, ২০১৪, ০৪:১৬:০৪ রাত

সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন

আলী বলেছেন, ভারতের

একটি হাসপাতালে আমার বাইপাস

অপারেশন হওয়ার পর ভারতীয় নার্স

আমাকে গোসল করিয়ে দিয়েছে। আমার

গোপন অঙ্গ ওয়াশ করে দিয়েছে।

আমি লজ্জা পাচ্ছিলাম। কিন্তু ওই নার্স

আমাকে বলেছে, ওটা করা তার দায়িত্বের

মধ্যে পড়ে।

বুধবার দুপুরে মৌলভীবাজারের সদর

হাসপাতাল প্রাঙ্গণে দুদিনের

স্বাস্থ্যমেলার উদ্বোধন করেন সমাজকল্যাণ

মন্ত্রী সৈয়দ মহসিন আলী এমপি। এ সময়

মন্ত্রী তাঁর অভিজ্ঞতার

বর্ণনা করতে গিয়ে উপরোক্ত

কথাগুলো বলেন। তিনি আরও বলেন, মায়ের

সোহাগ দিয়ে রোগীদের

সেবা হাসপাতালের নার্সদের করতে হবে।

সেবা করতে এসে ইসলামী লেবাস

পরলে চলবে না। নার্সের (সেবিকা)

পোশাকই পরতে হবে। আমাদের নার্সদেরও

ওই রকম সেবা প্রদান করতে হবে। ধর্মের

কথা ও বেশি লজ্জা চিন্তা করলে নার্সের

মতো পেশায় না আসাই উচিত

‘খবিশ’ মন্ত্রী মহসিনের গোপনাঙ্গ ওয়াশ করে দিয়েছে ভারতীয় হিন্দু নার্স। আর হিন্দু নার্সের উক্ত ‘সেবা’য় আপ্লুত হয়ে খবিশ মন্ত্রী বলেছে, ‘ইসলামী’ পোষাক পরে নার্সের পেশায় আসাটা ঠিক নয়।

কারণ খুবই সোজা! শুধু হাসপাতালে নয়, বরং বর্তমানে বিভিন্ন মন্ত্রণালয়ে হিন্দু সচিব-আমলা নিয়োগের বদলেও আওয়ামী মন্ত্রীরা হিন্দু মহিলাদের দ্বারা গোপনাঙ্গ সংশ্লিষ্ট বিশেষ ‘সেবা’ পাচ্ছে। হিন্দু মহিলাদের সেবা পেয়ে পেয়েই আজ আওয়ামী মন্ত্রীরা এতোটা ইসলামবিদ্বেষী! উল্লেখ্য, পশ্চিমা দেশগুলোতে পুরুষ রোগীদের এরকম সেবা দেয়ার ক্ষেত্রে পুরুষ নার্সই ব্যবহার করা হয়।

বিষয়: বিবিধ

২৭০৭ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

294115
১৪ ডিসেম্বর ২০১৪ সকাল ০৮:১৮
হতভাগা লিখেছেন : কোন নার্স / সেবিকারা কি উনার এই কথার প্রতিবাদ করেছে ?
294123
১৪ ডিসেম্বর ২০১৪ সকাল ০৮:৫৬
নাছির আলী লিখেছেন : এই কারনেই তো ৬৭ বছর বয়সে বিয়ে করে আওয়ামীলীগের মুন্ত্রি।সমাজ কল্যান খবিশ মুন্ত্রিকে ভারতে পাঠায় দেওয়া উচিত।
294127
১৪ ডিসেম্বর ২০১৪ সকাল ০৯:৫০
শেখের পোলা লিখেছেন : এদের যত বিদ্বেষ ইসলাম নিয়ে৷ মরে গেলে এদের শ্মশানে নিয়ে পোড়নো উচিৎ৷
294138
১৪ ডিসেম্বর ২০১৪ সকাল ১০:৪২
প্রেসিডেন্ট লিখেছেন : এ জানোয়ারের ননসেন্স কথাবার্তায় জনগণ খুব বিরক্ত।
294141
১৪ ডিসেম্বর ২০১৪ সকাল ১১:০৪
বেআক্কেল লিখেছেন : সেবিকার বয়স কত ছিল তা কিন্তু তিনি জানায় নাই।
কুন পদ্ধতিতে কিভাবে বংশদন্ড সাফাই করিল কিছুই বলে নাই।
পাছা কি শুকনো খড় দিয়া পরিষ্কার করিছে নাকি সোডা ব্যবহার করিছে তার কুন কথা নাই।
সে পুরুষ সেববকে সেই কাম করতে না দিয়া, মাইয়া সেবিকারে কেন সেই সুযোগ দিল তা কিন্তু মোটেও বলে নাই।
সেই বেটা ওপেন হার্ট সার্জারী বুকে লইয়া সেবিকার বংশদন্ড পরিষ্কারের সুখ ভালই লইয়াছেন।

বেডা বড় বে আক্কেল, গাঞ্জাখোর কিভাবে কতা কইতে হয়, সেইটাও জানেনা। সেই বেডা হইছে মন্ত্রী। নির্ঘাত মন্ত্রী পরিষদে বইসাও সে এই ধরনের কতা কয়।
294172
১৪ ডিসেম্বর ২০১৪ দুপুর ১২:৪৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : হার্ট অপারেশনে অন্যকোথাও কেন হাত দিতে হয় সেটাই বুঝলাম না!!
ব্লগের ডাক্তারদের সহায়তা কামনা করছি!!!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File