ছবি বিভ্রান্তি
লিখেছেন লিখেছেন সঠিক ইসলাম ১৮ জানুয়ারি, ২০১৪, ০৮:০৭:৪৪ রাত
এই ছবি দুটি লক্ষ্য করুন। যদি প্রশ্ন করি, কোন ছবিটি মসজিদে আকসার? অধিকাংশ ভাই উত্তর দিবেন, ২য় ছবিটি মসজিদে আকসার। আমিও তাই মনে করতাম। কিন্তু আসল কথা হচ্ছে, '১ম ছবি'টি মসজিদে আকসার ছবি । আর '২য় ছবি'টি কুব্বাতুস সাখরা নামক মসজিদের ছবি। যা মসজিদে আকসা থেকে দু/দেড় কিলোঃ দূরে মুসলিম শাসনামলে নির্মিত হয়েছে।
যে কারনে বিভ্রান্তির জন্মঃ- আমরা জানি জায়নাবাদী ইহুদি কর্তৃক মসজিদে আক্বসাসহ স্বাধীন ফিলিস্তিনের বিশাল এলাকা জবর দখলকৃত, অপহরিত । মসজিদে আক্বসার আশেপাশে ইহুদিরা সুরঙ্গ খনন করে মসজিদটির বেশ ক্ষতিসাধন করেছে। এই ক্ষতি থেকে মুসলিম বিশ্বের দৃষ্টিকে ধোকা দিতেই কুব্বাতুস সাখরা মসজিদকে "মসজিদে আক্বসা"র নামে প্রচারের অপচেষ্টা করছে। ইহুদিরা যেন বলতে পারে, মসজিদে আকসার কোন ক্ষতি করা হয়নি, বরং তাহা পূর্বের মতই বহাল রয়েছে । মানুষ যখন 'কুব্বাতুস সাখরা' মসজিদকেই "মসজিদে আকসা" বলে জানবে, তখন আসল মসজিদে আকসাকে ধ্বংস করে দিলেও তারা মনে করবে মসজিদে আকসা বহাল/ঠিকই রয়েছে ।
বিষয়: বিবিধ
৪৬০৮ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জাজাকাল্লাহু খাইরান। অনেক ধন্যবাদ। আমাদেরও ভুল ধারনা ছিল।
মন্তব্য করতে লগইন করুন