ইসলামের চুড়ান্তশিখড়ের অপর নাম সুফিবাদ
লিখেছেন লিখেছেন সঠিক ইসলাম ০৭ নভেম্বর, ২০১৩, ০৮:২৫:৩৬ সকাল
আমরা অধিকাংশই সুফিবাদ সম্পর্কে বিরুপ মনোভাব পোষণ করে থাকি। অথচ সুফিবাদ ব্যাতিত ইসলাম এক মাকাল ফল। সুফিবাদকে কোরআনে তাযকিয়ায় নফস (আত্মশুদ্ধি) ও হাদীসে ইহসান নামে অভিহিত করা হয়েছে। আর এ তাযকিয়ায় নফস ছিল রাসূল (স।) কে আল্লাহ প্রদত্ত্ব চার দায়িত্বের এক দায়িত্ব। হাদীসে ইহসানের সংগায় বলা হয়েছে- ইহাসন হলো তুমি এমন একাগ্রতার সাথে ইবাদত কর যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ, আর এত উপরের স্তরের সুফি হতে না পারলে অন্তত এতটুকু একাগ্রতার সাথে ইবাদত কর যেন আল্লাহ তোমাকে দেখছেন। এটার ই অপর নাম হল সুফিবাদ, তাসাউফ, পীর-মুরিদী, আধ্যাত্মিকতা, ইলমে মারেফাত, আত্মশুদ্ধি ইত্যাদি। মাওলানা মৌদুদী (র.) এর সাথে দেওবন্দী ওলামাগণের বিরোধের অন্যতম কারন হলো এই সুফিবাদ। মাওলানা মৌদূদী (র.) লিখেছেন, একজন মুজাদ্দিদকে সুফিবাদ থেকে মুসলমানগণকে এমনভাবে দুরে রাখতে হবে যেমন করে ডায়াবেটিক্স রোগির কাছ থেকে চিনিকে দূরে রাখা হয়। অথচ এ আত্মশুদ্ধির জ্ঞান তথা ইসলমে তাসাউফ ব্যাতিত কোন মুমিনের ক্বলব ই ইখলাসে পূর্ণ হতে পারে না। আর অন্তরে ইখলাসের কোন ঘাটতি থেকে থাকলে তার কোন ইবাদত ই কবুল হয় না। এমনকি শহীদও দোযখে যাবে যদি তার জিহাদের মাঝে কোন রিয়া (লৌকিকতা) থেকে থাকে। তাই একজন মুমিনের উপর এটা সর্বাগ্রে ফরজ কর্তব্য হলো তার অন্তরকে সম্পূর্ণ রিয়া মুক্ত করে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য খালেস করে দেয়া। বর্তমানে এ সুফিবাদের উপর জঘণ্য হামলা করেছেন আহলে হাদীস বা সালাফী আলেমগণ। আর মাওলানা মৌদূদী ও সালাফী আলেমগণ যে ইমামকে সবচাইতে বেশী মর্যাদা দিয়ে থাকেন এবং যে ইমামের পূর্ণ অনুসরনের দাবী করে থাকেন তিনি হলেন ইমাম ইবনে তাইমিয়া (র.)। তাই নিচের বইটিতে প্রমাণ করা হয়েছে যে, ইমাম ইবনে তাইমিয়া (র.) সুফিবাদের বিরোধী ছিলেন না। বরং তিনি এই ইলমে তাসাউফকে পূর্ণ স্বিকৃতি দিয়েছিলেন। নিচের বইটি ডাউনলোড করে পড়ুন। ধন্যবাদ।
আল্লামা ইবনে তাইমিয়া রহ. এর দৃষ্টিতে তাসাওউফ
(ইসলামী বিপ্লবকারীদের রুহের খোরাক) পর্ব - ০০১
সুফিয়ায় কেরামগণের বানী চিরন্তনী - (ইসলামী বিপ্লবকারীদের রুহের খোরাক) পর্ব - ০০২
বিষয়: বিবিধ
২৫২৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন