ওয়েলকাম মধ্যযুগ

লিখেছেন লিখেছেন আস্তিক ১০ এপ্রিল, ২০১৩, ০৪:২৬:৪৯ বিকাল

মধ্যযুগীয় বলতে যদি মুহাম্মদ স: এর অনুসরনকে বুঝায়,মধ্যযুগ বলতে যদি ইসলামী স্বর্নযুগকে বুঝানো হয়, তাহলে স্বাগতম সেই মধ্যযুগকে। শুধু একজন মুসলিম হিসেবেই নয়, একজন সুস্থ বিবেকবান মানুষ যার ইতিহাস সম্পর্কে ধারনা আছে সে পার্থক্য করতে পারবে,বর্তমান কথিত সভ্য সমাজ আর সেই স্বর্নযুগের' আজ যারা মধ্যযুগীয় বলে গালি দেয়, তাদের পারিবারিক অবস্থা দেখলে বুঝা যায় তাদের আসল রূপ। আধুনিকতার নামে নগ্নতা,বেহায়াপনা । পারিবারিক বন্ধনের নামে আছে শুধুই ফরমালিটি। আর যারা নিজের মনমত না চলে, আল্লাহর দেয়া আদেশ অনুসারে চলার চেষ্টা করে তাদের সমালোচনায় নিজের মেধার পূর্ন ব্যবহার করে । কি আর করবে, যাদের জীবনে মৌলিকত্ত বলতে কিছুই নাই তাদের অন্তত একটা থিম নিয়ে তো বেচে থাকতে হবে। তাই তো.......

বিষয়: বিবিধ

১০৩৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File