কচু হাতার হানি - (নোয়াখালীর আঞলিক ভাষায় একটি অসাধরন গান --নোয়াখাইল্যারা স্ববান্দব আমন্ত্রিত)
লিখেছেন লিখেছেন গেঁও বাংলাদেশী ১০ ডিসেম্বর, ২০১৪, ০৯:২০:৫৬ রাত
কচু হাতার হানিরে ভাই
কচু হাতার হানি,
বেশি অইলে ক’ বছর আর
এই জিন্দেগানি।
ইশ্টিসনে গাড়ি আইবো
এক মিলট নি দেরি অইবো
আজগা তরি কারেরে কেউ
ধরি রাইকতো হাইচ্ছেনি।
কচু হাতার হানিরে ভাই
কচু হাতার হানি।
মানুষেরে আল্লা’ তা’য়ালা
এমন মাতা দিছে,
মাতা খাঠাই টেলিভিশন
রেডিও বানাইছে।
ঢাকার খবর হুনা যায়
ছবিওতো দেওয়া যায়
কবর বাড়িত কি অইতাছে
কইতো কি কেউ হাইরবোনি।
কচু হাতার হানিরে ভাই
কচু হাতার হানি।
টেলভিশন ভিসিআর
আইলো দুনিয়ায়,
তাড়াতাড়ি কতা কইতো
নবী আর খোদায়।
সিনায় সিনায় কতা কইছে
খোদার ওহী নাযিল অইছে
বেতবুনিয়া উপগ্রহে
রিলে করণ লাইগছেনি
কচু হাতার হানিরে ভাই
কচু হাতার হানি।
মাতা খাঠাই রকেট বানাই
চাঁন্দে যাইতো চায়,
আঁঙ্গো নবী রকেট ছাড়াই
মিরাজ শরীফ যায়।
বোরাক দোড়াই চলি গেছে
বেহেস্ত আর দোযখ চাইছে
হেদিন কি আর রকেট-মকেট
উড়াজাহাজ আছিলনি
কচু হাতার হানিরে ভাই
কচু হাতার হানি।
আদমেরও ভায়-ভাতিজা
ঈমান আমার রাইক্কো তাজা
যত কিছু করো বাছা
আল্লাহ তো হাঁছা।
জিন্দেগানি শ্যোষ অই যাইবো
জজের কোডে যাইতে অইবো
টাল্টি-বাল্টি ধাপ্পাবাজি
হেইদিন কি আর চইলবোনি
কচু হাতার হানিরে ভাই
কচু হাতার হানি।
বেশি অইলে ক’ বছর আর
এই জিন্দেগানি।
ইশ্টিসনে গাড়ি আইবো
এক মিলট নি দেরি অইবো
আজগা তরি কারেরে কেউ
ধরি রাইকতো হাইচ্ছেনি।
কচু হাতার হানিরে ভাই
কচু হাতার হানি।
এই অসাধারণ গানটি লিখেছিলেন নোয়াখালীর বিশিষ্ট কবি মোহাম্মদ হাশেম।
তিনি চাকরি শেষে নোয়াখালী সরকারি কলেজের বাংলা বিভাগ থেকে অবসর নেন।
এই গানটি ছাড়াও তার নোয়াখালীর আঞলিক ভাষায় রচিত বহু গান কবিতা রয়েছে যেগুলো রেডিও- টেলিভিশনের আঞলিক অনুষ্ঠানে নিয়মিত প্রচার হয়।
বিষয়: বিবিধ
৩২৭০ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অ্যাঁইও নোয়াখাইল্লা!
আসলে নোয়াখাইল্যারা ‘প’ অক্ষরকে ‘হ’ উচ্চারন করে থাকে । পানিকে হানি বলার কারণ ইহাই।
পাখিকে কি তবে হাখি বলে ??
মন্তব্য করতে লগইন করুন