ধর্ষণে ধর্ষককে সহায়তা করলেন বাবা। অকুস্থল ধর্ষণপুরী সেই ভারত।

লিখেছেন লিখেছেন গেঁও বাংলাদেশী ১২ এপ্রিল, ২০১৪, ০৯:০৫:২৮ রাত



প্রতিবেশী মেয়েটির ওপর হামলে পড়েছে মাংসলোলুপ একটা শরীর। কামুক দাঁত-নখ এড়াতে মেয়েটি শেষ শক্তি দিয়ে প্রতিরোধ গড়ে তুলছে। খানিকটা পিছিয়ে যেতে হচ্ছে ইতর যুবকটিকে। এ সময়েই হাজির যুবকের বাবা। মেয়েটি খানিক স্বস্তিতে, এবার বোধহয় ইজ্জত বাঁচল। কিন্তু হল ঠিক উল্টোটাই। বাকরুদ্ধ মেয়েটি দেখল বাবা ছেলেকে তাতাচ্ছে। বাঁচানো তো দূরঅস্ত, মেয়েটির প্রতিরোধ কী ভাবে ভেঙে পড়ে, কত সহজে ছেলেটি অনুপ্রবেশ করতে পারে তার শরীরে, সেই চেষ্টাই করছে ওই প্রৌঢ়। বাবা-ছেলে যুগলবন্দিতে রক্তাক্ত যুবতীর এর পর যন্ত্রণায় কাতরানো ছাড়া আর গতি কী!

এমনই লোমহর্ষক ঘটনা ঘটেছে ভারতের গাজিয়াবাদের সিহানি গেট এলাকায়। ঘটনার পর থেকেই অভিযুক্ত ছেলে এবং বাবা পলাতক।

পুলিশ সূত্রে খবর, নিগৃহীতা একাদশ শ্রেণির ছাত্রী। মঙ্গলবার সে জল আনতে যান। তখনই নকুল নামে এক প্রতিবেশী তাকে জোর করে ঘরের মধ্যে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করে। নকুলের বাবা কারতারের বিরুদ্ধেও অভিযোগ এনেছে ওই যুবতী। সে বলে, তখনই নকুলের বাবা বাইরে থেকে এসে ঘরের দরজা বন্ধ করে দেয়। পরে সেখান থেকে বাড়ি ফিরে সকলকে সব কথা জানান ওই নিগৃহীতা। এর পরই সিহানি গেট থানায় নকুল এবং তার বাবা কারতারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি।

ঘটনার পর থেকেই দুই অভিযুক্ত ফেরার। পুলিশ অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে।

বিষয়: আন্তর্জাতিক

১২৯৩ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

206646
১২ এপ্রিল ২০১৪ রাত ০৯:১৫
বাংলাদেশ_জিন্দাবাদ লিখেছেন : সাধেই আমি ভারতকে অসভ্য-বর্বর ও ইতরের দেশ বলি না :D
১২ এপ্রিল ২০১৪ রাত ০৯:৩১
155272
গেঁও বাংলাদেশী লিখেছেন : ঠিক বলেছেন।
ধন্যবাদ Good Luck Good Luck Good Luck Good Luck
206836
১৩ এপ্রিল ২০১৪ সকাল ০৯:২৩
দ্য স্লেভ লিখেছেন : ভারত মাতা নাম তার.....
206936
১৩ এপ্রিল ২০১৪ সকাল ১১:৫৯
নজরুল ইসলাম টিপু লিখেছেন : পাল রাজাদের আমলে মেয়েরা যখন ঋতুবর্তি হত, তখন পিতা-মাতা মেয়েটিকে মন্দির প্রাঙ্গনে রেখে আসত, যাতে ছেলেরা মেয়েক ধর্ষন করতে পারে। ধর্ষন না করা পর্যন্ত মেয়েকে মন্দির প্রাঙ্গনে থেকেই যেতে হত। ধর্ষীতা হবার পরে মেয়েকে পিতা মাতা বাড়ীতে নিয়ে যেত। খুশীতে সবাইকে খবর দিত যে, মেয়ে পবিত্র হয়েছে এবং তাকে বিয়ে দেওয়া যাবে। ভারতের এসব নোংরামী বাংলাদেশের সমাজকেও কুলষিত করেছে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File