বাঁচতে এসে বাঘের ডেড়ায় সুন্দরী নারীরা !

লিখেছেন লিখেছেন ফারদিন ইসলাম ০৪ অক্টোবর, ২০১৭, ০৫:৫০:৫৭ বিকাল

রোহিংগারা বাংলাদেশে প্রবেশ করার পরই সরকারের কিছু লোকের ভাগ্যকাশে আলোর ঝলকানি দেখা দিয়েছে। বার্মা থেকে আসা রোহিংগা মুসলমানদের নিয়ে বর্তমানে চলছে রমরমা বানিজ্য । কেউ করছে খাদ্য নিয়ে কেউ করছে টাকা-পয়সা নিয়ে আবার কেউ করছে সুন্দরী নারীদের নিয়ে জমজমাট দেহ ব্যবসা । সুন্দরী নারী আর টাকা-পয়সার ব্যবসাটা এখন চরম তুংগে ।

রোহিংগারা বাংলাদেশে এসেও তাদের নিরাপদ রাখতে পারছেন না । সরকারী বাহিনীর একশ্রেনী ভয়ভীতি দেখিয়ে হাতিয়ে নিচ্ছেন টাকা-পয়সা স্বর্ণ গহণা থেকে শুরু করে ব্যবহৃত প্রয়োজনীয় জিনিসপত্র,আর সুন্দরী নীরাদের জোর করে ধর্ষণ করছে ভালো থাকার ভালো জায়গায় রাখার কথা বলে । এসব নিয়ে চলছে কোটি টাকার বানিজ্য লেনদেন । কেউ কিছু বলার নেই। বর্তমানে রোহিংগা ক্যাম্পে নারীদের নিয়ে সরকারের একশ্রেনী যৌণ খেলায় মেতে উঠেছেন। এ ধরনের আতংকে থাকছে শরনার্থী ক্যাম্পে । টাকা-পয়সা আর নারীদের নিয়েই চলছে বেশী খেলা । বাঁচতে এসে বাঘের মুখে রোহিংগা নারীরা । কে দেখবে আসলেই দেখার কেই নেই এদের ।

বিষয়: বিবিধ

৯১৯ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

384136
০৪ অক্টোবর ২০১৭ সন্ধ্যা ০৬:০৬
মামুন আব্দুল্লাহ লিখেছেন : মুসলমানরা নারীরা আজকাল মুসলমান দ্বারাই তো ধর্ষিত হচ্ছে আর রোহিংগারা তো ভীন দেশের তাদের উপর তো নির্যাতনটা আরো বেশীই হবে এটাই সত্য । আমাদের দেশে ধর্ষণ এটা সাধারণ ঘটনা বর্তমান সময়ে আর রোহিংগারা তো আরো অসহায় আমাদের দেশে তারা হলো আশ্রিত । সত্য কথা বলেছেন । অনেক ধন্যবাদ ।
384137
০৪ অক্টোবর ২০১৭ রাত ১১:৪২
নৈশ শিকারী লিখেছেন : আমরা আজ ভুলে গিয়েছি যে, আমরাও একদিন শরণার্থী ছিলাম আবার ভবিষ্যতেও হতে পারি। তখন আমাদের সাথেও এমন হলে কেমন কেমন লাগবে? কতিপয় মানুষ রূপি নরপিশাচ এই ব্যাপারটা ভুলে গিয়ে নিজের আখের গোছানোয় ব্যাস্ত। এসব জানোয়ারদের সত্বর আইনের আওতায় আনা উচিত।
০৫ অক্টোবর ২০১৭ দুপুর ০২:১৬
316893
হতভাগা লিখেছেন : আমাদের ডাকসাইটে শরনার্থীরা কলিকাতার পার্কস্ট্রীটে যুদ্ধ করেছেন । রিফিউজি হয়েও উনারা ভালই ব্যাট চালিয়েছিলেন সে সময়।
384143
০৫ অক্টোবর ২০১৭ দুপুর ০২:১৭
হতভাগা লিখেছেন : জয় বাংলা বলে আগে বাড়ো

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File