বাঁচতে এসে বাঘের ডেড়ায় সুন্দরী নারীরা !
লিখেছেন লিখেছেন ফারদিন ইসলাম ০৪ অক্টোবর, ২০১৭, ০৫:৫০:৫৭ বিকাল
রোহিংগারা বাংলাদেশে প্রবেশ করার পরই সরকারের কিছু লোকের ভাগ্যকাশে আলোর ঝলকানি দেখা দিয়েছে। বার্মা থেকে আসা রোহিংগা মুসলমানদের নিয়ে বর্তমানে চলছে রমরমা বানিজ্য । কেউ করছে খাদ্য নিয়ে কেউ করছে টাকা-পয়সা নিয়ে আবার কেউ করছে সুন্দরী নারীদের নিয়ে জমজমাট দেহ ব্যবসা । সুন্দরী নারী আর টাকা-পয়সার ব্যবসাটা এখন চরম তুংগে ।
রোহিংগারা বাংলাদেশে এসেও তাদের নিরাপদ রাখতে পারছেন না । সরকারী বাহিনীর একশ্রেনী ভয়ভীতি দেখিয়ে হাতিয়ে নিচ্ছেন টাকা-পয়সা স্বর্ণ গহণা থেকে শুরু করে ব্যবহৃত প্রয়োজনীয় জিনিসপত্র,আর সুন্দরী নীরাদের জোর করে ধর্ষণ করছে ভালো থাকার ভালো জায়গায় রাখার কথা বলে । এসব নিয়ে চলছে কোটি টাকার বানিজ্য লেনদেন । কেউ কিছু বলার নেই। বর্তমানে রোহিংগা ক্যাম্পে নারীদের নিয়ে সরকারের একশ্রেনী যৌণ খেলায় মেতে উঠেছেন। এ ধরনের আতংকে থাকছে শরনার্থী ক্যাম্পে । টাকা-পয়সা আর নারীদের নিয়েই চলছে বেশী খেলা । বাঁচতে এসে বাঘের মুখে রোহিংগা নারীরা । কে দেখবে আসলেই দেখার কেই নেই এদের ।
বিষয়: বিবিধ
৯১৯ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন