১২ আগস্ট গানের পাখি কবি মতিউর রহমান মল্লিকের ৪র্থ মৃত্যূবার্ষিকী.
লিখেছেন লিখেছেন মুক্তভাবনা ১২ আগস্ট, ২০১৪, ১০:৫১:৫৮ রাত
‘সাহসের সাথে কিছু স্বপ্নজড়াও
তারপরে পথ চলে নির্ভয়
আঁধারের ভাঁজ কেটে আসবে বিজয়
সূর্যের লগ্ন সে নিশ্চয়।’
এমন সাহসী উচ্চারণে যিনি সত্যের পথে দৃঢ়ভাবে চলতে প্রেরণা জোগান এবং সাথীদের হাত ধরে সামনে যেতে শেখান তিনিই কবি মতিউর রহমান মল্লিক। আজ কবির ৪র্থ মৃত্যূবার্ষিকী। মল্লিকের রেখে যাওয়া স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমে লাল-সবুজের এ প্রাণের বাংলাদেশকে সত্যিকারের শান্তিময় জনপদে পরিণত করার জন্য আজ প্রয়োজন
মল্লিকদর্শনের সঠিক প্রয়োগ।
বিষয়: বিবিধ
১১২১ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন