বিভিন্ন দেশে যৌনতায় সম্মতির বয়স
লিখেছেন লিখেছেন বুড়া মিয়া ২৮ সেপ্টেম্বর, ২০১৪, ০৭:০৪:০৫ সকাল
এই-যে আরেকজন এসেছে তথ্য নিয়ে, কতো তথ্য এদের কাছে?
আমাদের দেশের যারা এখনও ১৬ বছরের বিয়ের ব্যাপার মানতে পারতেছে না, তাদের সমস্যাটা কোথায়? এ নিয়ে তারা যে শুধু বিস্তর গবেষনা শুরু করেছে ব্যাপারটা তাই নয়, সেসব গবেষনালব্ধ তথ্য-উপাত্ত পেশ করেঃ জোর করে সবাইকে মানানোর জন্য সংবাদ মাধ্যম ব্যবহার করা শুরু করেছে। সংবাদ মাধ্যম এটা নিয়ে এতো মাততেছেই বা কেনো? সমস্যা কি? বিশ্বে এ ব্যাপারে কি অবস্থা তা না দেখাইয়া – এই নাপিতদের নিয়া এতো মাততেছে কেনো?
UNICEF এর ওয়েবসাইটের এই পেইজে কিছু লেখা দেখা যাচ্ছে, যা এরকমঃ
The legal age of consent – the minimum legal age at which you can decide to have sex with someone – varies quite a bit around the world.
To give just a few examples of the heterosexual age of consent: If you are living in some parts of the United States, or in Egypt, it's 18; in Northern Ireland, it's 17; in Namibia, 16; in Sweden, 15; in Canada, 14; in Korea, 13; in Mexico, 12. But 16 is by far the most common age of consent.
এ রিপোর্ট তারা কবে করেছে আমি জানি না, আমার মনে হয় কানাডায় লিগ্যাল এইজ ১৬ এবং স্পেশাল কিছু ক্ষেত্রে ১৮। যাই হোক সত্য এটাই যে, সারা বিশ্বের বেশিরভাগ এলাকাতেই এই বয়স ১৬-ই। আমাদের দেশের নাপিতদের ১৬ বছরে বিবাহ মানতে কষ্ট হচ্ছে কেন?
এ নিয়ে অনেক ফ্রী-গবেষক কাজ করে নানাভাবে এসবের ব্যাপারে তথ্য প্রকাশ করেছে, এর মধ্যে Wikipedia এর এই পেইজ থেকে নেয়া একটা মানচিত্র দেখবো বিভিন্ন দেশের স্বীকৃত যৌনতার বয়সের ব্যাপারেঃ
আমাদের দেশের এই নাপিতদের উচিৎ গবেষনা করে, তথ্য-উপাত্ত দিয়ে আমাদের দেখানো যে, উপরের তথ্য আর চিত্র মিথ্যা।
এর আগের পোষ্টেও আমি এসব নাপিতদেরকে ধইঞ্চা বলে মত প্রকাশ করেছিলাম, যুক্তিসঙ্গত কারনেই! সারা বিশ্ব যেখানে ১৬ বছরে যৌনতার স্বীকৃতি দিতে চায়, ওরা এখানে গভীর গবেষনা করে বের করে – ইহাতে শারীরিক, সামাজিক, মানসিক সমস্যার সৃষ্টি হবে। আসলে তোমাদের মতো নাপিত দেশে আছে বলেই দেশের এতো সমস্যা!
বিষয়: বিবিধ
১৫৩২ বার পঠিত, ১৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এদেশে এতো নাপিতের আধিক্য থাকলেও তো ফায়দা বিন্দুমাত্র অনুভূত হচ্ছে না,কামের নাপিত হলে ওদের মগজে বিয়ের বিদ্যমান আইনের বিরোধীতায় এতো বাল(চুল) গজাইতো না!
নাপিত্যের কাম ভাল করে আগে শিখে পরে এ বিষয়ে কথা বলা উচিত।
অনেক ধন্যবাদ ব্লগার বুড়া মিয়া ভাইকে এ নিয়ে জুড়ালো ভূমিকা রাখায়.....।
কিন্তু আমার ছেলে যদি অতিবাসনায় কোন অন্যায় করে বসে সেটি হবে রাষ্ট্রের তথা সমাজের সমস্যা।
মন্তব্য করতে লগইন করুন