“স্বপন২” এদিকে আসুন, দেখুন এবং বলুন ...
লিখেছেন লিখেছেন বুড়া মিয়া ১৩ সেপ্টেম্বর, ২০১৪, ০২:২৯:১২ রাত
আপনি আমার এক পোষ্টে এ মন্তব্য করেছিলেন –
সেখানে আসলে বুঝতে পারি নাই এবং জিজ্ঞেস করেও আপনার থেকে জানতে পারি নাই – এটা দিয়ে কাকে এবং কি বুঝাতে চেয়েছিলেন।
তবে সত্যলিখন আপার এক পোষ্টে আপনার এ মন্তব্য দেখলাম –
আপনি আমার সম্বন্ধে কিছুই জানেন না, মিথ্যাচার করছেন কেন? আপনার জানার জন্য কিছু তথ্য দিচ্ছি আমার সম্বন্ধে –
১) এই ব্লগে ‘বুড়া মিয়া’ ছাড়া দ্বিতীয় কোন নিক আমার নাই, এই নিক ছাড়া অন্য কোন নিকে জীবনেও লগ-ইন করা হয় নাই।
২) আমার বয়স সার্টিফিকেট হিসেবে এখন ৩২ বছর ৭ মাস
৩) আমার বেড়ে উঠা পুরাপুরি বাংলাদেশে এবং এখনও এখানেই আছি
৪) ষ্টুডেন্ট হিসেবে ষ্টুডেন্ট কনফারেন্সে একবার দেশের বাইরে স্বল্প সময়ের জন্য যাওয়া হয়েছে, ইউ.এস.এ-তে জীবনেও যাই নাই
৫) প্রত্যক্ষ বা পরোক্ষ কোন রাজনীতিতে কোনদিনও নামা হয় নাই, এখনও ইচ্ছাও হয় নাই – রাজনীতিতে নামার
৬) ৫/৭ বছর আগে থেকেই বিভিন্ন ব্লগে মাঝে মাঝে ঢু-মারতাম, কোনদিন কিছু লেখাও হয় নাই কোথাও – এ ব্লগ ছাড়া
৭) এখন মাঝে মাঝে লিখি সময় পার করার জন্য, ইচ্ছাকৃতভাবে অবসর-সময় যাপনের জন্য, কর্মজীবনের ব্যস্ততায় ফিরে গেলে হয়তো সময় আগে যেমন ছিলো না, ভবিষ্যতেও থাকবে না।
এবার আপনার কাছে প্রশ্ন, এই যে মন্তব্য দু’টোয় আপনি আমার সম্বন্ধে দ্য স্লেভ এবং সত্যলিখন আপাকে বললেনঃ এটা কিসের ভিত্তিতে বললেন?
কিসের ভিত্তিতে ওসব বলেছিলেন আপনি আমাকে জানাবেন বলে আশা রাখলাম, নয়তো এ ব্লগে যতোদিন থাকবো – আপনাকে মিথ্যাচারী জেনেই থাকবো!
বিষয়: বিবিধ
১৩২৬ বার পঠিত, ৩৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আসলেই কিছু মানুষের কাজই হচ্ছে অন্যদের পিছনে লাগা । দাদু ভাইয়া এদের কিছু বলে লাভ নাই ।
মিলে যায়। (১) বুড়া মিয়া (২) হতভাগা
(৩) মেজর (৪) ম্যাগাইভার। উনি এই নিক গুলোর আলোকে মন্তব্য করেছে। এতে কষ্ট পাবার
কি আছে। ওনাকে ব্লগে পরিচয় করিয়ে দিলেন।
আপনি সত্যলিখন আপুর বিরুদ্ধে লিখেন। মাঝে মাঝে জামাত শিবিরের বিরুদ্ধে লিখেন। ব্লগ লিখলে গন্ডারের চামড়ার মত পুরু থাকতে হয়। সহ্য করার ক্ষমতা থাকতে হয়। আপনার ভাল দিক গুলো তো আছে। আমাকে না হিরো বানিয়ে দেন।
আপনার বয়স তো ফকরুল ইসলাম ভাইয়ের কাছাকাছি। এত তাড়াতাড়ি বুড়া হয়ে গেলেন!!
আমার সরাসরি পোষ্টই আছে আওয়ামিলীগ এর সমালোচনা করে, কিন্তু জামাত বা বি.এন.পি এর বিরুদ্ধে তেমন কিছু নাই; জামাত বা বি.এন.পি এর বিরুদ্ধে আমার বিরূপ মন্তব্যও খুজে পাওয়া যাবে না বলে মনে হয়। আমি সবসময় মনে করতে চাইতাম ইসলামের প্রতি একনিষ্ঠ লোকগুলো অন্যান্য ক্ষেত্রেও ভালো এবং মনে প্রাণেও তারা ইসলামের বিজয়ের জন্য রাজনীতি করে বলেই মনে করতাম, তাই কিছু বলতাম না; কিন্তু সত্যলিখন আপা আমাকে জোর করেই আওয়ামিলীগ বানিয়ে দিচ্ছে এবং এছাড়াও এমন এমন কিছু লেখা লিখেছেন অন্যান্য আলোচনায়, যা কোন ইসলামীক-আন্দোলনের লোকদের জন্য চরম-বেমানান এবং ইসলামী দৃষ্টিকোণ থেকেও অসামঞ্জস্যপূর্ণ – তাই বলেছি এদের মতো লোক ইসলামীক-রাজনীতির দলে থাকলে এবং তাদের প্রাধান্য সেই দলের সর্বস্তরে থাকলে, আমার মতে সেটার ধ্বংস অনিবার্য।
ফখরুল ভাইয়ের বিরুদ্ধে তার পোষ্টে-ই আমার অনেক লেখা রয়েছে, আমার হতভাগার বা ফখরুল ভাইয়ের লেখার বিষয়বস্তু সম্পূর্ণ ভিন্নধর্মী বলেই আমার মনে হয়।
‘বুড়া মিয়া’ আমার অনেক প্রিয় নামগুলোর একটা, তাই এটা ব্যবহার করি; বয়সের জন্য না।
বাংলাদেশে থেকে এ ধরনের ছবি কেউ প্রত্যাশা করে না। বিশেষ ভাবে INTERSECTION SECTION এবং এ ধরনের ধারনা আমেরিকায় না থাকলে কল্পনা করা যায় না।
(a)যখন বুড়া মিয়ার কমেন্ট থাকে তখন হতভাগার কমেন্ট থাকে না.(B) আপনার হতভাগা নিককে সত্য লিখন আপু ব্যান করেছে। বুড়া মিয়া এবং হতভাগা নিকের কমেন্ট গুলো একই ধরনের। (C) জামাত শিবিরের বিরুদ্ধে কমেন্ট করেন। (D)লেখার ধারনাটা আমেরিকার লেখার কাছাকাছি(যে টারমোলজি ব্যবহার করেন)
আমি ব্লগে লিখি না। অন্যের লেখা পড়ি। যখন দেখি আপনার ফাটাফাটি তখন কমেন্ট করি।
কাউরে ঘাড়ে ধইরা চুবাইলেও কিছু শিখতে পারে না, অনেকে পড়লেই শিখতে পারে, অনেকে দেইখাও শিখে, আবার অনেকে না পইড়া-দেইখাও নিজের বিবেচনায় শিখতে পারে – এটা ব্যক্তিবিশেষ একেক রকম হয়। আপনার কথায় মনে হয় জীবনে কিছু পইড়া শিখেন নাই, দেইখা দেইখা হাল্কা-পাতলা বুঝতে এবং বয়ান করতে শিখেছেন!
আমি যে বিষয়ে বিশেষায়িত, সে বিষয়ের উপর ইউকে, ইউ.এস.এ, অষ্ট্রেলিয়া, পাকিস্তান, ইন্ডিয়া, বাংলদেশ এর সেরা সেরা প্রতিষ্ঠানের বই-পত্র বাংলাদেশে বসেই পড়েছি!
আর একটা বিষয় আপনে নিজেও আসলে জামাত-শিবির না, আপনি চরম রকমের এক ধান্দাবাজ পরিস্কারভাবে - ব্যাখ্যা করার প্রয়োজন নাই মনে হয়!
এখন যেটা বলবো এটা শুধু আপনার জন্যই প্রযোজ্য (অন্য কোন প্রবাসী ভাই-বোন এ বলার আওতায় পড়বে না), মনে হয় ইউ.এস.এ গেছেন জোগালীগিরি করতে তাই মনে করেন ইউ.এস.এ তেই সবার যাইতে হইবো – ওগো ইতিহাস জানতে বা ঐরকম কিছু শিখতে? জোগালী দিয়া দ্যাশে রেমিট্যান্স পাঠান কামে দিবো। নেক্সট –টাইম এইসব ফাতরামী-মার্কা কথা বার্তা বলবেন না আশা করি!
অন্যদিকে ব্লগার বুড়া মিয়াও হচ্ছেন একজন দারুণ মন্তব্যের কারিগর। তার প্রতিটি মন্তব্য অত্যন্ত সুন্দর এবং পোস্ট রিলেটেড। আমি খেয়াল করেছি তিনি মন্তব্য করার সময় সংশ্লিষ্ট ব্লগের বিষয় বস্তুর উপর যথেষ্ট গুরুত্ব দিয়ে থাকেন। একই নিয়ম হতভাগা ভাইয়ের মন্তব্যেও লক্ষ্য করা যায়। তবে তাদের মধ্যে নিজস্ব অভিমত প্রকাশের ধরণ ও স্টাইল একই ধাচের বলে আমার মনে হয় না। হতভাগা ভাইয়ের বেশীর ভাগ মন্তব্যতেই লেখকের কোন পয়েন্টের দূর্বলতা থাকলে সেটা যুক্তি দিয়ে খন্ডন করার একটি প্রবণতা লক্ষ্য করা যায়। বিশেষ করে নারী ব্লগারদের পোস্টকৃত লেখাগুলোতে তিনি কিছুটা এগ্রেসিভভাবে মন্তব্য করার কারণে অনেকেই তাকে নারী বিদ্বেষী হিসেবে মনে করে থাকে। কিন্তু তার যুুক্তিগুলো খন্ডনের চেষ্টা না করে তাকে প্রয়োজনের অতিরিক্ত দোষারুপ লক্ষ্য করার মত। অন্যদিকে বুড়া মিয়ার মন্তব্যগুলো অনেক মূল্যবান মনে হয় আমার কাছে। বিষয় বস্তুর বাইরে গিয়েও তিনি অনেক জ্ঞানগর্ভ আলোকপাতের মাধ্যমে নিজস্ব যুক্তি দিয়ে কারো পোস্টে লম্ব মন্তব্য করার মাধ্যমে অসম্পূর্ণ ব্লগকে যেন সম্মপূর্ণ করে দেয় তার মন্তব্যের মাধ্যমে।
ওভারঅল হতভাগা এবং বুড়া মিয়া নিক আমার কাছে একই ব্যক্তির একাদিক বলে মনে হয় না।
যে যাই হোক সংশ্লিষ্ট সবাইকে প্রতিবাদের ভাষা এবং দ্বিমতপোষণকারীকে যথাযথ প্রাপ্য সম্মান দিয়ে নিজস্ব অভিমত ব্যক্ত করার আবেদন রেখে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।
@মুসা ভাইকে অনেক ধন্যবাদ, স্বপন২ ভাইকে আমার এবং হতভাগার সম্বন্ধে আপনার দৃষ্টিভঙ্গীর কথা জানানোয়।
ফকরুল ইসলাম।
হডে আদি নতার পাহাড়
আর
হডে ছাগলে খের হার!!
বুড়া মিয়া আর হতভাগাকে যে একই ব্যক্তি মনে কইরা সন্দেহ কইরছে হেতারগো মাথায় গ্যাঞ্জাম আছে।
আর আপনি যে আরিফ ভাইয়ের বন্ধু তাও জানি।
কোন আরিফ?
প্রকৌশলী আরিফ মানে মনাভাই
আপনাকে স্বাগতম।
আপনাকে তখন থেকেই জানি যখন ভন্ড কেমানিক কে ব্যান খাওয়ালেন।
আবারো স্বাগতম।
অন্যদিকে ব্লগার বুড়া মিয়াও হচ্ছেন একজন দারুণ মন্তব্যের কারিগর। তার প্রতিটি মন্তব্য অত্যন্ত সুন্দর এবং পোস্ট রিলেটেড। আমি খেয়াল করেছি তিনি মন্তব্য করার সময় সংশ্লিষ্ট ব্লগের বিষয় বস্তুর উপর যথেষ্ট গুরুত্ব দিয়ে থাকেন। একই নিয়ম হতভাগা ভাইয়ের মন্তব্যেও লক্ষ্য করা যায়। তবে তাদের মধ্যে নিজস্ব অভিমত প্রকাশের ধরণ ও স্টাইল একই ধাচের বলে আমার মনে হয় না। হতভাগা ভাইয়ের বেশীর ভাগ মন্তব্যতেই লেখকের কোন পয়েন্টের দূর্বলতা থাকলে সেটা যুক্তি দিয়ে খন্ডন করার একটি প্রবণতা লক্ষ্য করা যায়। বিশেষ করে নারী ব্লগারদের পোস্টকৃত লেখাগুলোতে তিনি কিছুটা এগ্রেসিভভাবে মন্তব্য করার কারণে অনেকেই তাকে নারী বিদ্বেষী হিসেবে মনে করে থাকে। কিন্তু তার যুুক্তিগুলো খন্ডনের চেষ্টা না করে তাকে প্রয়োজনের অতিরিক্ত দোষারুপ লক্ষ্য করার মত। অন্যদিকে বুড়া মিয়ার মন্তব্যগুলো অনেক মূল্যবান মনে হয় আমার কাছে। বিষয় বস্তুর বাইরে গিয়েও তিনি অনেক জ্ঞানগর্ভ আলোকপাতের মাধ্যমে নিজস্ব যুক্তি দিয়ে কারো পোস্টে লম্ব মন্তব্য করার মাধ্যমে অসম্পূর্ণ ব্লগকে যেন সম্মপূর্ণ করে দেয় তার মন্তব্যের মাধ্যমে।
ওভারঅল হতভাগা এবং বুড়া মিয়া নিক আমার কাছে একই ব্যক্তির একাদিক বলে মনে হয় না।
যে যাই হোক সংশ্লিষ্ট সবাইকে প্রতিবাদের ভাষা এবং দ্বিমতপোষণকারীকে যথাযথ প্রাপ্য সম্মান দিয়ে নিজস্ব অভিমত ব্যক্ত করার আবেদন রেখে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।
সবার জন্য শুভেচ্ছা।
কারো সম্বন্ধে পরিস্কার না জেনে কথা বলা উচিৎ না। অতিরিক্ত ধারণা করা গোনাহ্।
এক নিক দিয়ে প্রেমের অফার দেয় অন্য নিক দিয়ে সেটাকে সাপোর্ট করে আর ৩ নম্বার নিক দিয়ে করে ব্লগারদের অসম্মানী।
===
আমার মনে হয়না আপনি আর হতভাগা একই ব্যাক্তি। Click this link
মন্তব্য করতে লগইন করুন