খেলা চলুক, ফলাফল নির্ধারণ হোক, কাপ নিয়ে যাক
লিখেছেন লিখেছেন বুড়া মিয়া ১৮ আগস্ট, ২০১৪, ০৯:৫৫:১৭ সকাল
খবরের শিরোনামটা দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেলো। যখন স্কুলে ৮ম-১০ম শ্রেণীতে পড়ি, তখন দেখতাম ইন্টার-স্কুল ক্রীড়া প্রতিযোগীতা হতো এবং এর মধ্যে অন্যতম এক ইভেন্ট ছিলো ফুটবল। এ ইভেন্ট নিয়ে মোটামুটি মাসব্যাপী কর্মপরিকল্পনা আর প্রচেষ্টা চলতো। ফাইনাল খেলার দিন আবেগ-উত্তেজনা মারদাঙ্গা রূপ ধারণ করতো খেলোয়াড় এবং সমর্থকদের মধ্যে, সাথে যোগ দিতো যুক্ত টিচাররাও।
ফাইনাল ইভেন্টের দিন পিটি-গেমস-টিচাররা ছাত্রদের সরাসরি বলে দিতো, রেডী থাকিস কিন্তু! ছাত্ররা আরও এক ধাপ এগিয়ে এ উপলক্ষ্যে দেড়-হাত কিংবা পৌনে দুই হাত লাঠি বা বাশ ফুল-প্যান্ট এর ভিতরে নিয়ে মহাসমারোহে ষ্টেডিয়ামে উপস্থিত হতো, সাথে আরও থাকতো প্যান্টের ২-৮ পকেট ভর্তি ইট-পাটকেল ও নূড়ী-পাথর।
খেলা শুরু, প্যান্টের ভেতর থেকে লাঠি-বাশ-ইট-পাটকেল-নূড়ী-পাথর আস্তে করে বের করে যার যার পায়ের নীচে বিছানো, চরম উত্তেজনায় হুলোহুলি নানারকম স্লোগানে মুখরিত ষ্টেডিয়াম, একদল এগিয়ে দিলো গোল আবার পালটা গোলে সমতা।
শেষ মুহুর্তের উত্তেজনায় একদল আরও এগিয়ে আরেকটি গোল, খেলা শেষ হতে বাকী মাত্র ১৫-২০ মিনিট, হারু-পার্টিরা নিশ্চিত হার অনুধাবন করে, হৈ হৈ করে লাঠি-বাশ নিয়ে ঝাপিয়ে পড়তো মাঠে শুরু হতো চরম বাইড়া-বাইড়ি আর ঢিলা-ঢিলি; মল্ল-যুদ্ধ ছড়িয়ে পড়তো খেলোয়াড়দের মধ্যেও। খেলা শেষ হতো ২০-২৫ জনের মাথা ফাটা, হাড়-ভাঙ্গা আর উহঃ-আহঃ চিৎকারে, হসপিটালে গিয়ে ব্যান্ডেজ আর প্রাথমিক চিকিৎসার মাঝে খবর পাওয়া যেতো খেলার নতুন ডেট নয়তো মারামারি-পূর্ব ফলাফলের ভিত্তিতে কাপ প্রদান।
কিন্তু শামীম ওসমান কি বললো এটা? খেলা ষ্টপ হবে কেনো? আর ষ্টপ করতে হলেও এভাবে মেদী-বেড়ালের মতো ম্যাউ-ম্যাউ করে খেলা ষ্টপ হবে কেনো? চিরাচরিত-ঐতিহ্যবাহী মারামারির মধ্য দিয়ে খেলা শেষ করতে হবে অথবা খেলার নতুন ডেট ফেলে খেলে যেতে হবে।
কাপ কে পেলো তা নির্ধারণের আগে অন্য কোনভাবে খেলা বন্ধ আমাদের ঐতিহ্য-পরিপন্থী, অত্যন্ত লজ্জাজনক!
বিষয়: রাজনীতি
১১২২ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বর্তমানে খেলা শেষ করতে হবে এই জন্য যে, ফলাফল নির্ধারণ হতে যে ধাপগুলো অতিক্রম করতে হবে তার ব্যবধানে অনেক কিছু জনগনের সামনে পরিস্কার হয়ে যাবে। তার থেকে খেলা স্টপ করা ছাড়া তো আর কোন উপায় নাই।
বাংলাদেশের জন্য এরকম নেতাই চাই যারা বাংলাদেশকে চাপার জোরে হলেও এগিয়ে নিয়ে যাবে ।
ওরা যদি হয় ছিচকে-সন্ত্রাসী, আমরা হবো আর্মড ক্যাডার
কিন্তু পরিতাপের বিষয়, হুঙ্কারের পর গ্যালারীতে চলে যাওয়ায় ওয়াকাউট নিয়ে ফিল্ডে এখন তাদের প্রতিপক্ষ সব ফিল্ডারকে গালি, সিলি, স্লিপ পয়েন্টে এমনভাবে ফিল্ডিং সাজিয়ে বসে আছে যে তারা ক্রিজে আসার চান্স-ই পাচ্ছে না, যাও দু-একজন ব্যাট নিয়ে ধাক্কাধাক্কি করে ক্রিজে ঢুকছে ফুল-টস আর ইয়োর্কারে নাস্তানাবুদ হচ্ছে, ওয়াইড অথবা নো ছাড়া কোন রান পাচ্ছে না!
কি যে আমাদের ভবিষ্যত আল্লাহ-ই জানেন।
আগের মন্তব্য টা ডিলিট করে দিন।
মন্তব্য করতে লগইন করুন