ঈদের শুভেচ্ছা সবাইকে

লিখেছেন লিখেছেন বুড়া মিয়া ২৯ জুলাই, ২০১৪, ১০:০৯:০৫ সকাল

সব বুড়ো-বুড়ীকে ঘনো মিষ্টি, ফুপানো ঝাল-যুক্ত;

তরুন-তরুনীদেরকে মাথা ঘুরানো মার্কা নাটকীয় আবেগঘন;

আর পোলাপানকে উন্মাদনার পেয়াজ-রসুন বোমার ধুম-ধাম শব্দময়ঃ ঈদ শুভেচ্ছা

আর দোয়া রইলো – সমস্ত গত আত্নীয়-স্বজন, মুরুব্বীয়ান-মুসলমান দের রুহের জন্য।

বিষয়: বিবিধ

১২০৬ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

249242
২৯ জুলাই ২০১৪ সকাল ১০:১২
আওণ রাহ'বার লিখেছেন : আপনাকেও ঈদ মোবারক ঈদের শুভেচ্ছা বুড়ামিয়া।
সালামিটা পাঠাই দিয়েন আমরা পিচ্চি পাচ্চা ওয়েটিং।
২৯ জুলাই ২০১৪ সকাল ১০:২৭
193618
বুড়া মিয়া লিখেছেন : পিচ্চি-পাচ্চাদের জন্য পিচ্চি-সালামী


249247
২৯ জুলাই ২০১৪ সকাল ১০:৪০
ভিশু লিখেছেন : বুড়োদের ঘন না ১টু পাতলা মিষ্টিই ভালো!
পিঁয়াজ-রসুন বোমা কির্কোম?
Chatterbox
Good Luck Rose
২৯ জুলাই ২০১৪ সকাল ১১:০৪
193623
বুড়া মিয়া লিখেছেন : এখনতো ৯০% ডায়াবেটিক; এমনেই খাইতে পারেনা। ঈদের একদিন-ই তো, তাই বুড়া-দের একটু ঘনো দিলাম।

রঙ্গীন কাগজে মোড়ানো পেয়াজের মতো গোল-গোল গুলা পেয়াজ-বোম - এটা সজোরে ছুড়ে মারতে হইতো শক্ত কোন জায়গায়; আর পাটের আশ দিয়ে মোড়ানো দেখতে একদম রসুনের মতো ওগুলো রসুন বোম – এটার ডগায় আগুন লাগিয়ে দৌড় দিতে হতো। ১৯৯০ সালের দিকে দুই-প্রকার-ই সাইজ-ভেদে ১ টাকা থেকে ২০ টাকায় এক হালি পাওয়া যেতো।
249264
২৯ জুলাই ২০১৪ দুপুর ১২:৪৭
আফরা লিখেছেন : বুড়া দাদা ঈদ -- ঈদ---মোবারক Rose Rose Rose
২৯ জুলাই ২০১৪ দুপুর ০১:৫৩
193649
বুড়া মিয়া লিখেছেন : আফরামনিকে আবারও ঈদ-মোবারক ...
249281
২৯ জুলাই ২০১৪ দুপুর ০২:২১
আহমদ মুসা লিখেছেন : ঈদ মোবারক! পবিত্র এই ঈদে সবার জীবনে নেমে আসুক অনাবিল সূখ ও শান্তি। যদিও ফিলিস্তিনের আসহায় নির্যাতিত মজলুম ভাই বোনদের জীবনে অভিশপ্ত ইয়াহুদিদের ছোড়া বোমার আঘাতে ঈদের আমেজ বিষাদময় হয়ে গেছে। তাদের জন্য কিছু করতে না পারলেও অপরাধী অন্তর থেকে প্রাণ খুলে দোয়া করতে পারি!!!
২৯ জুলাই ২০১৪ বিকাল ০৪:৩৮
193684
বুড়া মিয়া লিখেছেন : আজকে মনে হয় প্রত্যকটা ঈদের জামাতে তাদের জন্য সবাই সম্মিলিতভাবে দোয়া করেছে।
তাদের জন্য আমারও দোয়া রইলো।
249284
২৯ জুলাই ২০১৪ দুপুর ০২:২৭
সন্ধাতারা লিখেছেন : Eid Mubarak Good Luck Rose Star Good Luck
২৯ জুলাই ২০১৪ বিকাল ০৪:৪২
193685
বুড়া মিয়া লিখেছেন : ঈদ-মুবারক
249311
২৯ জুলাই ২০১৪ বিকাল ০৫:০৬
খুঁজে পিরি স্বাধীনতা লিখেছেন : আমি ঈদ মোবারক জানবো না!! কারণ সবাই জানিয়েছে তো তাই!! বুড়ো দাদু,,, কাল ঘুম হয় নাই!! পোলাপাইন যুদ্ধ যুদ্ধ খেলছে তো তাই!!সারারাত ঠুসঠাস শব্দে ঘুম আসেনি। এখন কি করি???

Cheer Cheer Cheer Cheer Cheer
অন্য রকমের ঈদ শুভেচ্ছা নিয়ে একটি কবিতা লিখেছি, আমার টাইমলাইনে। পড়ার অনুরোধ রইল।
২৯ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:৩৭
193693
বুড়া মিয়া লিখেছেন : আমিও এরকম ঠুস-ঠাস শুনতে শুন্তে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম, মনেই নেই; সকালে উঠলাম একেবারে।

পড়বো আপনার কবিতা ইনশাআল্লাহ ...
249313
২৯ জুলাই ২০১৪ বিকাল ০৫:২১
আবু তাহের মিয়াজী লিখেছেন : ঈদ -- ঈদ---মোবারক Cook Cook Bee Bee Cheer Cheer
২৯ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:৩৮
193694
বুড়া মিয়া লিখেছেন : মিয়াজী ভাইকেও ঈদ-মুবারক
249405
৩০ জুলাই ২০১৪ রাত ০১:৩৭
আলোকিত প্রদীপ লিখেছেন : তাকাব্বালা-ল্লাহু মিন্না ওয়া-মিনকুম।
ঈদ মোবারক।
৩০ জুলাই ২০১৪ বিকাল ০৫:৪০
193886
বুড়া মিয়া লিখেছেন : বাসী ঈদ-মুবারক আপনাকেও

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File