অপ্রত্যাশিত মৃত্যুর জিম্মাদার!

লিখেছেন লিখেছেন কামেল মুরব্বী ২৯ মার্চ, ২০১৩, ১২:৪২:৫৮ রাত

নামটা খুব সুন্দর হলেও অসাধারন এক "ষাড়" সংক্ষেপ। "মখা"।

সিলেটের আঞ্চলিক ভাষায় মখা মানে মলা মাছ। যাই হোক। এই মখা সাহেব কিন্তু আমাদের মন্ত্রী মশাই। বিশাল জ্ঞানী হলেও ইদানিং তিনি কাণ্ড জ্ঞানহীন কিছু কথা-বার্থা বলতে খুব পটু হয়েছেন বটে। এক বার বলছেন গুলি করার কথা আবার নিজেই তা অস্বীকার করছেন। আইনের ফাঁকেফুকে উনি গুলি করার নির্দেশ আছে বলে জানান। কিন্তু আফসোস মখার চুখে আইনের মাধ্যমে নাগরিকের প্রান বাচানোর কোন নির্দেশ পরে নাই। মখা সাহেব লোকজন বলাবলি করছে। জিম্মাদার কিন্তু আপনেই। সবাই বাঁশ তৈরী করছে। আইক্কা ওয়ালা বাঁশ। একটু রেডি হইয়ালন। আবার আইজ কা ঘ্যাচাং এর বিজ্ঞাপন দেইক্কা আপনার জন্য খুব টেনশন লাগতাছে। জনগন কিন্তু আপনারে "ঘ্যাচাং" কইরা দিব।

বিষয়: বিবিধ

১২৫২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File