সরকারের এই যুদ্ধ কার বিরুদ্ধে?
লিখেছেন লিখেছেন কালো মনের মানুষ ০৫ মে, ২০১৩, ০৩:৪৯:১২ দুপুর
দেশ কোন দিকে যাচ্ছে?
আজ ফ্যাসিবাদি সমাজ ব্যবস্থা, বামপন্থি মিডিয়া, বাকশালি শাষন ব্যবস্থা প্রতিটি যুবক কে এক একটা মুজাহিদ হিসেবে তৈরী করছে।
একদল ইসলামকে ভালবাসার কারনে ইসলামের জন্য নিজের প্রান দিতে প্রস্তুত। আর অন্য দল নাস্তিকতার আস্তাকুড়ে নিজেকে নিক্ষেপ করে ইসলামকে এই দেশ থেকে মুছে দেয়ার জন্য প্রানপন চেষ্টা চালাচ্ছে।
আজ স্বাধিনতার 42 বছর পর কেন এই সুন্দর দেশটাকে নিশ্চিত গৃহ যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে?
যা আমাদের দেশের কারো কাম্য নয়।
সরকার এই যুদ্ধ কার বিরুদ্ধে করছে?
এতদিন সরকার জামাত শিবিরের দোহাই দিয়ে নিরিহ ছাত্র জনতাকে নির্বিচারে গুলি করে মেরেছে। আজ যাদেরকে গুলি করে হত্যা করছে। এরা তো জামাত শিবিরের কেউ না। তবে কেন এদেরকে হত্যা করছে?
হাসিনা সরকার এর দায়বার এড়াতে পারবে কোনদিন?
এই জাতি একদিন এদের বিচার করবে।
ইনশা-আল্লাহ......
বিষয়: বিবিধ
১৩৪৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন