কাকমানুষ

লিখেছেন লিখেছেন মুকুলসরকার ১৮ মার্চ, ২০১৩, ০১:৫৯:৫০ দুপুর

আজ একটি গল্প বলব।গল্পটির নাম কাক মানুষ। গল্পটি হল: একটি কাক একটুকরো গোশত ছোঁমেরে নিয়ে এসে লুকাতে জায়গা খুঁজতে লাগল। সে কোন জায়গা খুঁজে পেল না। তখন সে বুদ্ধি নেয়ার জন্য হুতুম পেচাঁর নিকট গেল হুতুম পেঁচা বলল: তুমি ঐ বড় ওক গাছটার একটি ডালে গিয়ে বস এরপর চোখ বন্ধ করে গোশতের টুকরাটি একটি খোরলে(গর্তে) রাখ। তাহলে আর কেউ দেখতে পাবে না। কাকটি হুতুম পেঁচার বুদ্ধি শুনে ভাবল ঠিকতো আমি যেহেতু দেখছি না, তাই অন্য কেউও দেখছে না। কাকটি গোশতের টুকরাটি চোখ বন্ধ করে রাখল আর তা গিয়ে গাছের নিচে অপেক্ষারত শিয়ালের মুখে গিয়ে পড়ল। অথচ তা সে নিজেও দেখতে পেল না।

শিক্ষা: আজ আমাদের দেশের মধ্যে কাকমানুষ বেশি না কি প্রকৃত মানুষ বেশি তা খুব জানতে ইচ্ছা করে।

বিষয়: বিবিধ

৯২৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File