শেষ পর্যন্ত চীনা পুলিশ বিভাগেও জামায়াতীদের দৌরাত্ম্য!!! হায় হায় একি হল, ভাদা-ভাকুরা কপাল চাপড়ায়!
লিখেছেন লিখেছেন মুকুলসরকার ৩০ জুলাই, ২০১৩, ০৫:১০:৫৭ সকাল
কপাল ভাল চীন সংখ্যা গরিষ্ট মুসলিম না, তাহলে এদেশের অনেকের আবার গা ঘিন ঘিন অসুখ বেধে যেত সম্পীতি তাদের পরামর্শ শুনে . . . রাস্তাঘাট বা যানবাহনে চলাফেরার সময় যৌন হয়রানি থেকে বাঁচতে নারীদের স্বল্প বসন বিশেষ করে মিনি স্কার্ট ও উত্তেজক প্যান্ট পরার ক্ষেত্রে সতর্ক করে দিয়েছে বেইজিং পুলিশ।
চীনে গণপরিবহনে নারীদের যৌন হয়রানি করার প্রবণতা বেড়ে যাওয়ায় বেইজিং পুলিশ নারীদের পোশাক পরিধানের ব্যাপারে সতর্ক করে দিয়েছে।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম ‘চায়না ডেইলি’তে বলা হয়, ‘গণপরিবহনে চলাচলের ক্ষেত্রে নারীদের মিনি স্কার্ট ও উত্তেজক প্যান্ট পরা উচিত নয়। আর যদি তারা যৌন হয়রানির শিকার হন, তাহলে যত দ্রুত সম্ভব পুলিশকে জানানো উচিত।’
এতে বলা হয়, ‘মুঠোফোনে কেউ ছবি তুলে নেওয়ার মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বাসের উঁচু আসনে না বসে নারীদের নিচের ধাপের আসনে বসা উচিত। তা ছাড়া বাসের ভেতর নারীদের ব্যাগ, ম্যাগাজিন বা সংবাদপত্র দিয়ে শরীর অন্যদের থেকে আড়াল করে রাখা উচিত।’
এ ধরনের ঘটনা যে কেউ ঘটাক না কেন, ধরা পড়লে তাকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হবে বলে পুলিশের সতর্ক বার্তায় বলা হয়। পুলিশ কর্মকর্তা জিং উই বলেন, যৌন হয়রানি প্রতিরোধে নারীদের সচেতনতা বাড়াতেই এই সতর্কবার্তা প্রকাশ করা হয়েছে।
http://www.rtnn.net//newsdetail/detail/2/20/65064#.UfhOPaxMG8o
বিষয়: বিবিধ
১২৬৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন