রাজনিতিক আর জনগন
লিখেছেন লিখেছেন শেরিফ ১৩ মার্চ, ২০১৩, ০৭:২২:৫০ সন্ধ্যা
সেদিন এক পুরনো বন্ধুর সাথে কথা হচ্ছিল ফোন এ।
সে জানাল সারা দেশ এ মানুষ যেভাবে রাস্তায় নেমে এসেছে সরকারের বিরুদ্ধে তা
অকল্পনিয়।
একটি গণতান্ত্রিক দেশে শক্তিশালী বিরোধী দল অপরিহার্য।
কিন্তু বিএনপি এই দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থ ।
অথচ জনগন দেখিয়ে দিল একচেটিয়া ক্ষমতার মালিক শুধু আল্লাহ্। কোন বেক্তি বা দল নয়।
পাখির মত মানুশ হত্যা ,নিরবিচারে গুলিবর্ষণ কিংবা অবিরাম গ্রেফতার করে জনগন কে দমন করা অসম্ভব।
এই বিষয়টা রাজনৈতিক দল গুলো বোঝে টিকই কিন্তু দলীয় সঙ্কীর্ণতা আর স্বার্থপরতার উপরে কয়জন উঠতে পারে?
দল নয় জাতির জন্য কেন সংগ্রাম নয়?
বন্ধুর এই প্রশ্নের জবাব কি?
বিষয়: বিবিধ
৯৮৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন