রুমী স্কোয়াডোর ‘অনশনকারী’দের ভুঁড়িভোজ

লিখেছেন লিখেছেন জেমস বন্ড ০০৭ ৩০ মার্চ, ২০১৩, ১০:৪৩:৪৪ সকাল

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের গেইটে অনশন করছে রুমী স্কোয়াড নামের একটি সংগঠন। কয়েকজন বামপন্থী তরুণের সমন্বয়ে গঠিত এই সংগঠনে ইতিমধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বুদ্ধিজীবী ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা। প্রত্যক্ষদর্শী জানিয়েছে, আন্দোলকারীরা দিনে কয়েক ঘণ্টা পালা করে অনশন কর্মসূচিতে অংশ নিচ্ছেন। এরপর খাবারের সময়ে কয়েজন মিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলের কেন্টিনে গিয়ে খাবার খাচ্ছে ‘অনশনকারী’রা। তা ছাড়া রাজধানীর বিভিন্ন এলাকায় নামিদামী রেস্টুরেন্টে গোপনে আয়োজন করা হয় ভুঁড়িভোজের। সাতজন তরুণ অনশন শুরু করলেও এখন তাদের সংখ্যা ষোল জনে উন্নীত হয়েছে বলে জানা গেছে। আর এসবের পেছনে সরকারের প্রভাবশালী মহল এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সহায়তা কাজ করছে। আর শাহবাগের ফাঁকা গণজাগরণ মঞ্চে চলছে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সঙ্গীত এবং নাটক পরিবেশনা।

এ দিকে দেশের প্রধান জাদুঘরের মেইন গেট আটকিয়ে সেখানে চলছে এই অনশন কর্মসূচী। শাহবাগের চারপাশের রাস্তায় ব্যারিকেড দিয়ে রেখেছে পুলিশ। যে কারণে ওই এলকায় যাতায়াতাকারীরা দুর্ভোগে পড়েছেন। খোঁজ নিয়ে জানা গেছে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানী ঢাকায় আসা দর্শনার্থীরাও সেখানে যেতে পারছে না। ফলে জাদঘুরের দর্শনার্থীর সংখ্যা ব্যাপকহারে কমতে শুরু করেছে। যে কারণে গত ফেব্রুয়ারি মাসে বাংলা একাডেমীর অমর একুশে গ্রন্থমেলা ফপ করেছিল।

অনশনকারীরা কয়েক ঘন্টা সময় শাবহবাগে থাকেন। এরপর পালাক্রমে সময় করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলের কেন্টিনে গিয়ে খাবার খেয়ে আসেন তারা। আন্দোলনস্থলের কাছেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ভেতরেও খাবার খান তারা। এ ছাড়া বিভিন্ন নামিদামী রেস্টুরেন্টে গিয়ে ভুঁড়িভোজ করেন অনশনকারীরা। প্রত্যক্ষদর্শী ও রুমী স্কোয়াড সূত্র এসব তথ্য জানিয়েছে।

বিষয়: বিবিধ

১৩৭৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File